Almanacastro Monthly Horoscope April 2023

Almanacastro Monthly Horoscope April 2023

মেষ রাশি

(April, 2023)

 

শরীর স্বাস্থ্য:

এই মাসে স্বাস্থ্য ভীষণ হারে ভালো থাকবে, সুস্বাস্থ্য উপভোগ করা, ছোট্টখাট্টো ভ্রমণে যাওয়া। পুরনো হাড়ে ব্যথা কোমরের ব্যথা সেরে উঠবে, পরিবারে স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকা, বিশেষ করে পিতা এবং পিতা তুল্য ব্যক্তিদের। পরিবারে এরূপ সদস্যের গত হয়ে যাওয়া প্রিয়জনে স্বাস্থ্য মিশ্র থাকবে, ভালো-মন্দ উভয়কে নিয়ে। হাতে তালুর সমস্যায় অনেকটাই সেরে ওঠা

 

পরিবার বন্ধু-বান্ধব:

মাসে পরিবারে সাথে সম্পর্ক ভীষণ ভালো থাকবে, পরিবারে সাথে কথোপকথন বাড়বে সেটা ভালো ফলাফল দেবে আগামী দিনে। পরিবারে বিভিন্ন বিষয়গুলিতে সঠিক পরামর্শ দেওয়া এবং সেটা সকলেই মেনে নেওয়া। বন্ধুদের সাথে সম্পর্কে কিছুটা ভুল বোঝাবুঝি, মিত্র পোশাকে বন্ধুর আসল ছবি ফুটে ওঠা। বন্ধুর সাথে সংঘাত মানসিক চাপ বৃদ্ধি, কোনরকম ষড়যন্ত্রে ফেঁসে যাওয়া বন্ধুর কারণে। প্রতিবেশীর সাথে এই মাসের সম্পর্ক খুবই ভালো থাকবে। প্রতিবেশীর সাথে উপহার আদান প্রদান, খাদ্য সামগ্রি দেওয়া-নেওয়া। সকলে পরিবারের সাথে প্রতিবেশীর সাথে ভালো অনুষ্ঠানে সময় কাটানো, প্রতিবেশীর সাথে ভ্রমণের যাওয়া

 

প্রেম কর্মক্ষেত্র:

প্রেমিক-প্রেমিকার সাথে সম্পর্কে মানসিক চাপ বাড়বে, এই ধারণায় বাড়বে যে একাই এই সম্পর্কটা ভার টেনে নিয়ে যাওয়া। সহকর্মী সাথে সম্পর্ক বিষয়ে টালম্যাটল দেখা যাবে, পারিবারিক বিষয় নিয়ে সহকর্মীদের সাথে কু-বাক্য বলা, অর্থ নিয়ে ঝামেলা মধ্যে পড়া। কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন, আটকে থাকা প্রমোশন হয়ে যাওয়া, কর্মক্ষেত্রে বদলি। কর্মক্ষেত্রে self improvement, নিজের দ্বারা পরিচালিত কর্মে সফলতা পাওয়া, নাম প্রশংসনীয় হওয়া। 

 

কর্ম ব্যবসা:

Career একের অধিক বিষয়ে opportunity ,, বিশেষ করে communication sector, social work, writing, skill development কর্মের সুযোগ। বিভিন্ন রকম conditioning পরিস্থিতির দিকে বেরিয়ে এসে এগিয়ে যাওয়া। ব্যবসায় হঠাৎই প্রাপ্তি আশা অনুরূপ থেকে বেশি, কর্মস্থানে নাম-যশ বৃদ্ধি পাওয়া। কর্ম বিস্তার নিয়ে বিভিন্ন ভুল সিদ্ধান্ত গুলি সব ভেঙে নতুন পথে অগ্রসর হওয়া। ওভারঅল মাসে কর্মে পরিস্থিতি ভালো থাকা, তবে কিছু বিষয়ে অপরপক্ষের উপর অতিরিক্ত বিশ্বাস করা থেকে বিরত থাকা, না হলে ভবিষ্যতের সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। 

 

আর্থনৈতিক অবস্থা:

মাসে আর্থিক পরিস্থিতি চাপের মুখে থাকবে। পরিবার, ব্যবসা, প্রসাধন সামগ্রিক ক্রয়, বিভিন্ন ক্ষেত্রগুলিতে আর্থিক ব্যয়। Self improvement, সম্পদ ক্রয় করার জন্য, শিক্ষাক্ষেত্রে অর্থ বিনিয়োগ। এই মাসে ব্যয় তুলনামূলকভাবে বাড়বে যা চাপের কারণ হয়ে দাঁড়াবে, মূল্য সংক্রান্ত সমস্যা। মাস আর্থিক লাভ slow থাকবে, ব্যয় তার তুলনায় বাড়বে



বৃষ রাশি

(April, 2023)

 

শরীর স্বাস্থ্য:

মাসে স্বাস্থ্য সুধার হবে, পুরনো রোগ থেকে মুক্তি পাওয়া, ছোটখাটো অপারেশন হওয়া। Back pain, shoulder pain, অনেকটাই কমে যাবেনার্ভের সমস্যা থাকবে না, হাঁটুর নিম্নভাগে অংশে ব্যথা একটু বাড়বে। পরিবারে স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে, দুর্ঘটনা সম্মুখীন হওয়া এবং সেখান থেকে রক্ষা পাওয়া। চিকিৎসা সূত্রে travel করা যাত্রা পথে ফল পাওয়া। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। জরায়ু পেটের সমস্যা। বন্ধুদের স্বাস্থ্য ভালোই থাকবে, ত্বক সংক্রান্ত সমস্যা সমাধান, দাঁত ব্যথা রোগ সংক্রান্ত বিষয়ে ভালো ফল। 

 

পরিবার বন্ধু-বান্ধব:

এই মাসে পরিবারের সাথে সম্পর্ক আরো গাঢ় হবে। দূরে থাকলে দীর্ঘদিন পর পরিবারের সাথে সাক্ষাৎ হওয়া ভালো সময় কাটানো। বন্ধুদের সাথে সম্পর্ক ভালো থাকবে, তাদের সাথে বড় কোনরকম অ্যাডভেঞ্চারে যাওয়া, সেই যাত্রাপথ ভালোভাবে উপভোগ করা। প্রতিবেশীর সাথে বয়জ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে তীর্থক্ষেত্র ভ্রমণ এবং সময়টা ভালোভাবে উপভোগ করা। 

 

প্রেম কর্মক্ষেত্র:

প্রেমিক-প্রেমিকার সাথে সম্পর্ক বর্তমানে ভালোর দিকে অগ্রসর হওয়া। পূর্বে যে ভুল খারাপ স্মৃতিগুলি ভুলে গিয়ে, একে অপরের সাথে সহৃদয় ভাবনা নিয়ে এগিয়ে যাওয়া। হঠাৎ সম্পর্কের মধ্যে ভালো পরিবর্তন। স্বাস্থ্য ভালো ফল, তবে নাক মুখের সমস্যা থাকবে। সহকর্মীদের সাথে সম্পর্ক অতটা ভালো না থাকা। অধিকটা সময়  নিজের সাথে কাটানো, নিজের চলার পথে ভুল ত্রুটিগুলি ভালোভাবে বিচার-বিবেচনা করা। মাসে কর্ম নিয়ে হঠাৎ হঠাৎ মানসিক চাপ, চিন্তা বৃদ্ধি পাবে, হঠাৎই কর্মের পরিবর্তন। কর্ম চলে যাওয়া, কর্মস্থানে ভুল বোঝাবুঝির কারণে কর্ম থেকে বরখাস্ত হওয়া। 

 

কর্ম ব্যবসা:

এই মাসে শেষের দিকে কর্ম নিয়ে break through সফলতা শুভ খবর শুনতে পাওয়া। মাসে কর্ম নিয়ে চাপ চিন্তা বৃদ্ধি পেলেও কর্মের সুযোগ আসবে। তাৎপরতায় সঠিক সিদ্ধান্ত গ্রহন করলে ভালো ফল পাওয়া যাবে। নাম, প্রশংসায়, ক্ষুন্ন হওয়া, অতিরিক্ত পরিশ্রমূলক কর্মে কিছুটা সফলতা পাওয়া। কর্মে জন্য বিদেশ ভ্রমণে সুযোগ আসা, নিজের ভুলের কারণেই সেই সুযোগ হাত ছাড়া সম্ভাবনা। প্রসাধন ,দৈনিক সামগ্রিক, খেলনা, বই সংক্রান্ত, Internet, আমদানি -রপ্তানি মূলক কর্মে লাভ হাওয়া। Teamwork, Group work, Best results পাওয়া। ব্যবসায়িক বা অংশীদারি ভালো ফল না পাওয়া। ব্যবসায় ভালো ফল পাওয়া, ব্যবসায় নতুন পরিকল্পনা গ্রহণ করা. সমাজে স্ট্যাটাস বৃদ্ধি। 

 

আর্থনৈতিক অবস্থা:

মাসে আর্থিক দিকে সচেতনতার অভাব দেখা যাবে। ইচ্ছামত ক্ষেত্রে ব্যয়, তবুও কোনরকম ভাবে অর্থ নিয়ে চাপ অনুভব না করা। ভুল বিষয়ে অর্থ বিনিয়োগ করা যা ফলাফল খারাপ। ব্যবসা নিয়ে দুই মনোভাব থাকবে, ব্যবসায় সেরকম ফল না পাওয়া, তবে ফুল সুগন্ধি জিনিস, জল, খাদ্য, রাসায়নিক ব্যবসায় ভালো লাভ, consultancy বিষয়ে ভালো ফলাফল পাওয়া। ব্যয় এই মাসে বাড়বে তার সাথে ব্যক্তির পরিচিতি বাড়বে সম্পদ বাড়বে বিভিন্ন রকম প্রাপ্তি হওয়া এই মাসে আর্থিক বিষয়গুলিতে। পুরো মাসে অর্থ নিয়ে চাপ চিন্তা স্ট্রেস সবই বাড়লেও জ্ঞান সঠিক ভাবে কর্ম সম্প্রদানের ইচ্ছা জন্য পরিস্থিতি অনেকটাই অনুকূলে থাকবে। 



মিথুন রাশি

(April, 2023) 

 

শরীর স্বাস্থ্য:

মাসে স্বাস্থ্য নিয়ে travel করতে হবে। হাঁচি, কাশি, হাঁপানি সমস্যা, পেট লিভারে সমস্যা, জাঙ্গায় ব্যথা, মূত্রনালী সমস্যা, Lower part problem, তবে চিকিৎসায় ভালো ফল পাওয়া। পরিবারের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকা, স্বাস্থ্য ভালো হয়ে যাবে সেই বিষয়ে অবগত থাকা। পিতা, পুত্রের, ছোটখাটো অপারেশন হওয়া, বাড়ির মহিলাদের গর্ভ সংক্রান্ত জনন ইন্দ্রিয় সংক্রান্ত সমস্যা। মাসে নিজের স্বাস্থ্য পরিবার স্বাস্থ্য নিয়ে  চিন্তা করা, তবে সেগুলি ঠিক হয়ে যাবে এই আশ্বাস থাকা। 

 

পরিবার বন্ধু-বান্ধব:

মাসে পরিবারের সাথে অথবা সন্তানে সাথে মাতা পিতার সম্পর্কে হঠাৎ মত পার্থক্য দেখা। হঠাৎই কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে সম্পর্কের মধ্যে বিচ্ছেদ। অর্থ দেওয়া নেওয়া বিষয় নিয়ে মতপার্থক্য দেখা, যা স্বামী-স্ত্রী উভয়ে মধ্যে খারাপ সম্পর্কের দিকে অগ্রসর হতে পারে। বন্ধুদের সাথে সম্পর্ক ছিন্ন হওয়া, সময় নিজে একা থাকতে পছন্দ করা। প্রতিবেশীর সাথে সম্পর্ক ধীরে ধীরে ভালোর দিকে এগিয়ে যাওয়া

 

প্রেম কর্মক্ষেত্র:

প্রেমিক-প্রেমিকার সাথে সম্পর্ক বিষয়ে অধিক বাঁধা অনুভব করা, সম্পর্কর বিষয়ে অপর ব্যক্তি ইচ্ছামত কাঠের পুতলি মতন আচরণ করা। এরূপ পরিস্থিতিতে কোনরকম সিদ্ধান্ত না নিয়ে, পরিস্থিতি অনুকূল এগিয়ে চলা। সহকর্মীদের সাথে সম্পর্ক হঠাৎই অবনতি, কর্মস্থানে একের অধিক বিষয়ে ভুল বোঝাবুঝি। সম্মানহানী আর্থিক ক্ষতি, মানসিক শান্তি ক্ষুন্ন হওয়া। পরিবার নিয়েই কর্মস্থানে settle হাওয়া। কর্মস্থানে একা পুরো বিষয়গুলি নেতৃত্ব দেওয়া। ব্যবসা বিস্তারে বাধা সম্মুখীন হওয়া

 

কর্ম ব্যবসা:

মাসে কর্মের নতুন সুযোগ আসা, মন মত কর্ম পাওয়া কর্মে প্রমোশন। কর্মর প্রাপ্তি নিয়ে মায়ের খুব আনন্দ থাকা। সমাজে, পরিবারে, আত্মীয়-স্বজনের কাছে প্রশংসা পাওয়া। সেবা মূলক কর্মে অংশগ্রহণ, বিভিন্ন স্বাস্থ্য শিবির মূলক কর্ম অনুষ্ঠান সম্পাদন। হঠাৎ নতুন কর্ম শুরু করার পরিকল্পনা এবং কর্ম শুরু করা বিষয়ে অভিজ্ঞ ব্যক্তির সাথে আলোচনা করে নিলে ফল ভালো থাকবে। ব্যবসায় ভালো ফল না পাওয়া এবং তা নিয়ে মানসিকভাবে অস্থিরবোধ। ব্যবসার ক্ষেত্রে কাস্টমারদের সাথে কথোপকথনের সময় সঠিক আচরণ না করা। কিছু ব্যক্তিদের জন্য ব্যবসা নিয়ে পারিবারিক সমস্যার উদ্ভব, ব্যবসায় আর্থিক ক্ষতি হওয়া। এই মাসে কর্মে নতুন সুযোগ আসার সাথে, ব্যবসায়িক সমস্যা একটা মিশ্র ফল থাকবে। teaching, consultancy, doctor, construction, travel, car,house, ইত্যাদি বিষয়গুলি কর্মে ভালো ফল পাওয়া। 

 

আর্থনৈতিক অবস্থা:

এই মাসে প্রথমদিকে আর্থিক দিকে একটু সমস্যা, ধৈর্য সহিত প্রথম সপ্তাহগুলি চলতে হবে, পরবর্তী সপ্তাহ গুলিতে আর্থিক দিকে ভালো ফল। ভাই বন্ধুদের কাছ থেকে আর্থিক সাহায্য, টাকা ফেরত পাওয়া বিষয়ে অনেকটা বিলম্ব হওয়া, হঠাৎ চিকিৎসা ক্ষেত্রে অর্থব্যয়। ব্যয় পরিকল্পনা অনুযায়ী অধিক হবে, নিজের পছন্দমত জিনিস ক্রয় অধিক ব্যয় করা। ইলেকট্রনিক ডিভাইসে গন্ডগোল হওয়া, জেদি স্বভাবে অধিক ব্যয় করা। মাসে যথাসময়ে অর্থ প্রয়োজনমতো হাতের কাছে পেয়ে যাওয়া। মা স্ত্রী বা মহিলা বান্ধবীর কাছ থেকে আর্থিক এবং সঠিক পরামর্শ পাওয়া 



কর্কট রাশি 

(April, 2023)

 

শরীর স্বাস্থ্য:

মাসের স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে, হঠাৎ দুর্ঘটনা বা অগ্নি দ্বারা ক্ষত হওয়া এবং সেই ক্ষতস্থান দ্রুত বৃদ্ধি পাবে। মানসিক চাপ থাকবে, কোন বিশেষ স্বচ্ছ ধারণা না থাকা। হঠাৎ লিভারে সমস্যা, পদতলে আঘাত লাগা। মানসিক শান্তি না থাকা, মাথা ব্যাথা এবং হরমোন সংক্রান্ত বিষয়গুলি সমস্যা। পরিবারের স্বাস্থ্য ভালো থাকবে, অসুস্থ থাকলে দ্রুত সেরে ওঠা, পরিবারের স্বাস্থ্য নিয়ে মানসিক শান্তি অনুভূতি। ভাই বা দাদার হাতে পায়ে আঘাত লাগা, স্বামী-স্ত্রী উভয়ে স্বাস্থ্য ভালো থাকবে। মাস স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে, ডাক্তার পরামর্শ অনুযায়ী চললে অনেকটাই ভালো ফল পাওয়া

 

পরিবার বন্ধু-বান্ধব: 

মাসে পরিবারের সাথে সম্পর্কে হঠাৎই পরিবর্তন হবে postive way. বন্ধুদের সাথে সম্পর্ক নতুনভাবে গড়ে ওঠা, সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়া। প্রতিবেশীর সাথে সম্পর্ক খুবই খুবই ভালো, প্রতিবেশী কে খাবারে আমন্ত্রণ জানানো। 

 

প্রেম কর্মক্ষেত্র:

প্রেমিক-প্রেমিকার সাথে সুসম্পর্ক গড়ে ওঠা, Online Chatting কথোপকথন বাড়বে। তবে স্বাস্থ্য নিয়ে একটু মানসিক চাপ বাড়বে, চলতে চলতে সিঁড়ি থেকে পড়ে যাওয়া। সহকর্মীদের সাথে সম্পর্ক খুবই মধুর ভাবে গড়ে ওঠা। কর্মক্ষেত্রে সকল বিষয়গুলি সবার সাথে সমানভাবে জেনে বুঝে নেওয়া এবং একসাথে কাজ করা। মাসে কর্মে ভালো সুযোগ আসা, কর্মক্ষেত্রে শ্রী বৃদ্ধি, কর্ম যথাযথ ফল পাওয়া। 

 

কর্ম ব্যবসা:

Career নিয়ে চাপ বাড়বে, bright career dream দেখেছিল সে অনুযায়ী কোনরকম ফল না পাওয়া দৈনন্দিন জীবনে। ব্যবসায় ভালো ফল পাওয়া, সামাজিক স্ট্যাটাস বৃদ্ধি পাওয়া, পরিবার বন্ধুবান্ধবদের সাথে আনন্দ উপভোগ করা। নিজের চেষ্টায় ব্যবসায় সফলতা পাওয়া এবং কর্ম ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করা। মাসে বেশ কিছু সময় কর্ম নিয়ে দুই মনভাব  দেখা যাবে, দূর দেশে কর্মে যাওয়া নিয়ে অতিরিক্ত ভাবনা। 

 

আর্থনৈতিক অবস্থা:

এই মাসে অর্থ নিয়ে অতটা মাথাব্যথা থাকবে না, পরিস্থিতি যেমন আছে সেরূপ গ্রহণ করে নেওয়া। তবে কিছু সময় ক্ষেত্রে পূর্বে আর্থিক পরিস্থিতির সাথে, বর্তমান আর্থিক পরিস্থিতি comparison করা। অর্থ নিয়ে পারিবারিক সাহায্য পাওয়া। আয় একটা নির্দিষ্ট সীমার মধ্যেই থাকবে, এই সময় আয়ের সুযোগ বাড়লেও ব্যক্তির ইচ্ছা স্বরূপ প্রকাশ না পাওয়া। ব্যয় বাড়বে, তবে এর মধ্যে একটা অ্যাডভেঞ্চারের মুহূর্ত উপভোগ করা। এই মাসে আর্থিক দিক ভালোভাবেই চলে যাবে, ব্যক্তি নিজে উপস্থিত বুদ্ধি কাজে লাগে আর্থিক পরিস্থিতি সামাল দেবে। 



সিংহ রাশি

(April, 2023)

 

শরীর স্বাস্থ্য:

মাসে স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যা দেখা যাবে, যেমন গলা পা সংক্রান্ত, কোমরে নিচের ভাগে ব্যথা, হাঁটুর উপর ভাগে ক্ষত হওয়া। হঠাৎই  অগ্নি সংক্রান্ত দুর্ঘটনা ঘটা এবং সেখান থেকে রক্ষা পাওয়া। চিকিৎসায় ভুল পাওয়া সম্ভাবনা, মেদ বা চর্বির সমস্যা বাড়বে। পারিবারিক ক্ষেত্রে স্বাস্থ্যে খারাপ ফলাফল, হঠাৎই প্রিয়জনের গত হওয়া, উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া এবং দুর্ঘটনা ঘটা, পেটের সমস্যা গুলি বাড়বে। মামা বা মাসির স্বাস্থ্য নিয়ে খারাপ ফল পাওয়া, হাসপাতালে ভর্তি হওয়া, পরিবারে স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। বাচ্চাদের স্বাস্থ্য ভালো ফল পাওয়া, স্বাস্থ্য নিয়ে চিন্তা লেগে থাকবে। বন্ধুদের স্বাস্থ্য ভালো না যাওয়া। কর্ম, বিবাহ নিয়ে অতিরিক্ত চিন্তা করা, রাত্রি অনিদ্রায় কাটানো। মাসে স্বাস্থ্য ভালো-মন্দ উভয় নিয়ে চলবে। 

 

পরিবার বন্ধু-বান্ধব:

মাসে পরিবারে সাথে সম্পর্ক ভালো না যাওয়া, ছোটখাটো বিষয় নিয়ে পরিবারের সাথে মতপার্থক্য। কথা বলার সময় নিয়ন্ত্রণে থাকা, না হলে সমস্যা দেখা যাবে। পিতার সাথে সম্পর্ক খারাপ, পারিবারিক বিষয় নিয়ে মানসিক চাপ বাড়বে। পারিবারিক খাতে অর্থ ব্যয় অধিক, পরিবার শ্বশুরবাড়ি সম্পর্কে মধ্যে আটকে পড়ে সঠিকভাবে সিদ্ধান্ত না নেওয়া। বন্ধুদের সাথে communication break হাওয়া। প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালোর দিকে এগিয়ে যাওয়া ধীরে ধীরে। 

 

প্রেম কর্মক্ষেত্র:

প্রেমিক-প্রেমিকার সাথে সম্পর্ক ভালো থাকা, শ্বশুর বাড়ি মাসির সাথে সম্পর্ক ভালো থাকা, স্বাস্থ্যে পূর্বে তুলনায় অনেকটাই ভালো খবর পাওয়া। সহকর্মীদের সাথে খুবই ভালো সম্পর্ক গড়ে ওঠা, boss সাথে বয়জেষ্ঠ ব্যক্তিদের সাথে খুবই ভালো সম্পর্ক গড়ে ওঠে, তাদের কাছ থেকে ভালো উপহার পাওয়া

 

কর্ম ব্যবসা:

মাসে কর্মে কর্মক্ষেত্রে উভয় ভালো (peace, harmony) ফল পাওয়া। পূর্বে কর্ম গুলি সম্পূর্ণতা দিকে। Career comparison.. প্রশিক্ষণমূলক কর্মে সুযোগ পাওয়া। ব্যবসায় সফলতা পাওয়া, ব্যবসায় নতুন investment offer পাওয়া, বাস্তবে তার ফল পাওয়া। ব্যবসায় নাম, যশ, প্রশংসা, বৃদ্ধি পাওয়া। Daily life প্রয়োজনীয় সামগ্রিক ব্যবসায়ী ভালো ফল পাওয়া। Medicine, crystal, wood, furniture, গর্মেন্ট ব্যবসায়, dry fruits, ইত্যাদি ব্যবসায় ভালো ফল পাওয়া। এই মাসে কর্ম ব্যবসায় বিশ্বাস থাকায় আশারূপ ফল পাওয়া। 

 

আর্থনৈতিক অবস্থা:

মাসে আর্থিক দিকে ভালো ফল, দৈনন্দিন জীবনে অর্থের প্রাপ্তি, কর্মস্থানে পরিশ্রমে তুলনায় বেশি অর্থ পাওয়া। পরিবারে বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে অর্থ পাওয়া, পার্টনার, বন্ধু-বান্ধবের কাছ থেকে অর্থ পাওয়া। মাসে আর্থিক দিক কর্মস্থান থেকে হঠাৎ অর্থের প্রাপ্তি। মাসে আর্থিক দিকে লাভ। প্রশিক্ষণমূলক কর্মে অর্থ ব্যয়, black magic কর্মে অর্থ ব্যয়। ব্যবসায় education, machinery, electric divice ব্যয়। ব্যবসায় অর্থ বিনিয়োগ। আর্থিক লাভের সাথে, সেই আয় ভালো কাজে ব্যবহার করা। মাসে আয়, ব্যয় conditioning 



কন্যা রাশি

(April, 2023)

 

শরীর স্বাস্থ্য:

এই মাসে স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে, অভ্যন্তরীণ স্বাস্থ্যে গোলযোগ, শ্বাস সংক্রান্ত, পেটে স্টোন, ডান হাতে লাগা বা ভেঙে যাওয়া। বাতের ব্যথা বাড়বে, স্বাস্থ্য নিয়ে সার্জেন ডাক্তারে সাথে পরামর্শ নেওয়া। পরিবারে স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে, পিতা চলার পথে পড়ে যাওয়া বা পায়ে আঘাত লাগা। পিতার মুখ মন্ডল সংক্রান্ত সমস্যা বাড়বে, দাঁতে ব্যথা, পা বক্ষে আঘাত লাগা, শরীরে জলের ঘাটতি। স্বামী-স্ত্রীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে, শশুরমশাই এর স্বাস্থ্য ভালো, তবে বাবার বাড়ি ক্ষেত্রে বয়জষ্ঠদের স্বাস্থ্যে উন্নতি হতে সময় লাগবে। বন্ধুদের স্বাস্থ্য ভালোই থাকবে। মাসে স্বাস্থ্যে যেমন সমস্যা দেখা যাবে ঠিক সেরকমই recovery হবে। 

 

পরিবার বন্ধু-বান্ধব:

এই মাসে পরিবারে সাথে সম্পর্ক বিশ্রাম মুডে থাকবে, কোনরকম বিষয়ে প্রতিক্রিয়া না করা। বন্ধুদের সাথে সম্পর্ক খুব ভালো থাকবে, বন্ধুর সাথে ছোট্ট খাটো ভ্রমণ, তবে ভ্রমন পথে সাবধান থাকা দরকার। প্রতিবেশীর সাথে ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়া, বিভিন্ন রকম কুবাক্য প্রয়োগ করা। সহকর্মীর সাথে সম্পর্ক খারাপ থেকে ভালো দিকে ধীরে ধীরে অগ্রসর। 

 

প্রেম কর্মক্ষেত্র:

প্রেমিক-প্রেমিকার সাথে সম্পর্কে মধ্যে হঠাৎই পরিবর্তন, যা শুভফল। নতুন সম্পর্ক গড়ে ওঠা। কর্মে নিয়ে নতুন পরিকল্পনা করা, ছোট্ট একটি কর্ম থেকে বড় কর্মের দিকে বিস্তৃতি ভাবনা। কর্মে অধিক মনোযোগ দেওয়া, কর্মসূত্রে বহির ভ্রমণ। তবে কর্ম নিয়ে মানসিক চাপ একটু থাকবেযথা সময়ে কর্ম সম্পাদনের ইচ্ছা থাকলেও শারীরিকভাবে ক্ষমতায় পেরে না ওঠ। 


কর্ম ব্যবসা:

career নতুন সুযোগ পাওয়া, মায়ে কথা মতো career নির্বাচন করা। career সফলতা পাওয়া সমাজে নাম, স্ট্যাটাস বৃদ্ধি পাওয়া। ব্যবসায় আসা রূপ ফল না পাওয়া, ব্যবসায় ক্ষতি, ব্যবসা নিয়ে পরিবারের সাথে মতপার্থক্য, ব্যবসা করার বিষয় নিয়ে দুঃখ প্রকাশ করা। কিছু ব্যক্তিদের ক্ষেত্রে কর্ম নিয়ে সহকর্মীদের সাথে মতপার্থক্য দেখা যাবে, একে অপরে ভুল ত্রুটি গুলি তুলে ধরবে। কর্ম নিয়ে এই মাসে যত রূপ ভাবা হবে সে রূপ ফল না পাওয়া। 

 

আর্থনৈতিক অবস্থা:

এই মাসে ব্যক্তি নিজের পরিকল্পনার দ্বারা অর্থ ইনকাম করবে, অর্থ নিয়ে সম্ভাবনা বৃদ্ধি। ব্যবসায় ব্যয় বাড়বে, অর্থ ফেঁসে যাওয়া তা নিয়ে বাঁধা অনুভব করা। অর্থ নিয়ে যথেষ্ট পরিকল্পনামত এগিয়ে এগিয়ে এগিয়ে এগিয়ে গেল একটা fighting এর sutituion create হওয়া



তুলা রাশি

(April, 2023)

 

শরীর স্বাস্থ্য:

মাসে স্বাস্থ্য ভালো থাকবে, স্বাস্থ্য নিয়ে কোন রকম চাপ থাকবে না, চিকিৎসা সঠিক ফল পাওয়া। তবে পেটের সমস্যা থাকলে সেটা অনেকটাই বেড়ে যাবে, আর নিজের পছন্দমত জিনিস না পাওয়ায় সেটাকে নিয়ে অধিক বেশি চিন্তা করা। ঠান্ডা লাগা, কফ, সর্দি, কাশি, সমস্যা গুলি সমাধান পাওয়া। পূর্বে জল বাহিত রোগে সমাধান হয়ে যাওয়া। হৃদয় সংক্রান্তরোগে ভালো ফল পাওয়া। পিঠে ব্যথা, কোমরে ব্যথা, একটু বাড়বে। মা, মাসির পেটের সমস্যাগুলি বাড়বে। ডাক্তারি পরামর্শ নেওয়া, পরিবারে স্বাস্থ্য নিয়ে চিন্তা। 

 

পরিবার বন্ধু-বান্ধব:

এই মাসে পরিবারের সাথে সম্পর্ক খুব একটা ভালো না থাকা, পুরনো খারাপ স্মৃতিগুলি ভুলে গিয়ে ভালোর দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা, শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক নিয়ে হঠাৎই মানসিক চাপ বাড়বে। বাড়ি গুরুজন সন্তানের সাথে সম্পর্ক ভালো না থাকা। বন্ধুদের স্বাস্থ্য ভালো থাকবে। বন্ধুদের সাথে সম্পর্কের নতুন দৃষ্টিভঙ্গি উদ্ভব, দলবদ্ধ ভাবে শিক্ষামূলক বিষয়গুলি আলোচনা করা এবং ভালো ফল পাওয়া। অভ্যন্তরীণ অনুভূতি অধিক অর্জন করা, বাহ্যিক প্রয়োগে  একটু সময় নেওয়া। সম্পর্ক ভালো হয়ে ওঠা প্রতিবেশীর সাথে, প্রতিবেশী এবং তার সন্তানদের সাথে শিক্ষামূলক বিষয়ে কথোপকথন করা। 

 

প্রেম কর্মক্ষেত্র:

প্রেমিক-প্রেমিকার সাথে সম্পর্কের নতুন দিক খুঁজে পাওয়া, সম্পর্ক গুলি ভালোভাবে গড়ে ওঠার দিকে এগিয়ে যাওয়া। স্বাস্থ্য নিয়ে মানসিক চাপ থাকা। সহকর্মীর সাথে সম্পর্ক মোটামুটি ভালো থাকা। মাসে কর্ম নিয়ে অধিক বেশি পরিশ্রম করতে হবে, পরিশ্রম অনুযায়ী ফল পাওয়া। শিক্ষাক্ষেত্রে আশারূপ ফল না পাওয়া. শিক্ষা প্রতিষ্ঠানে দশ জন ব্যক্তির নিকট বিভিন্ন রকম রকম কথা শোনা, যা মানসিকভাবে দ্বিধাগ্রস্ত করে দেবে। শিক্ষায় মনোযোগী, শিক্ষামূলক বিষয় নিয়ে পিতা পুত্রের মধ্যে সম্পর্ক তিক্ত হওয়া। মাসে কর্মে improvement হবে ধীর গতিতে। 

 

কর্ম ব্যবসা:

কর্মবিষয়ে যোগাযোগ মাধ্যম আরও বৃদ্ধি পাবে, IT Sector, account, প্রিন্ট, বই সংক্রান্ত, কর্ম বিষয়গুলিতে ভালো ফল পাওয়া। ছোটভায়ের সাথে কর্ম সংক্রান্ত বিষয় নিজের অভিজ্ঞতা শেয়ার করা। ব্যবসায় নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করা, হঠাৎ হঠাৎ সিদ্ধান্ত নেওয়া। ব্যবসায়িক ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করলে ভালো ফল পাওয়া। career হঠাৎ সুযোগ পাওয়া, সেই সূত্রে যাত্রা পথে ঘর থেকে বেরোনো। দূরবর্তী স্থানে পুরনো প্রতিষ্ঠানগুলিতে career বিষয়ে ভালো ফল পাওয়া। তীরন্দাজি সংক্রান্ত career ভালো ফল পাওয়া। মেকানিক্যাল ,অটোমোবাইল, ইলেকট্রনিক সংক্রান্ত বিষয়গুলি career ভালো ফলাফল

 

আর্থনৈতিক অবস্থা:

মাসে আর্থিক পরিস্থিতি existence, আয়ের সুযোগ পাওয়া এবং আয় বৃদ্ধি। ব্যয় সম্পর্কে পূর্ব থেকে অবগত থাকা, সেই রুপ ব্যয় হওয়া, বিশেষ করে অপর পক্ষের জন্য ব্যয় অধিক হওয়া। আয় নিয়ে একটা অ্যাডভেঞ্চারে পরিস্থিতি ক্রিয়েট হওয়া। মাসে অর্থ বিষয় নিয়ে মানসিক চাপ বাড়বে, পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি হবে। পিতার সাথে এই বিষয় নিয়ে মতপার্থক্য। একাই সব বিষয়গুলি যথাসময়ের মধ্যে সম্পন্ন করার চেষ্টা, তবে মানসিক চাপ বেড়ে যাবে। মাসে লোন সংক্রান্ত বিষয়গুলি নিয়ে চিন্তা বাড়বে, অর্থ সংক্রান্ত বিষয়ে সঠিক ধারণা না পাওয়া এই মাসে। 

 


বৃশ্চিক রাশি

(April, 2023)

 

শরীর স্বাস্থ্য:

এই মাসে কিছু ব্যক্তিদের জন্য  স্বাস্থ্যে উন্নতি হবে। দীর্ঘদিন হাড়ের সমস্যা সমাধান, ব্লাড প্রেসার, ক্ষতস্থান ঠিক হয়ে যাওয়া, মূত্রনালী সমস্যা ঠিক হয়ে যাওয়া। তবে কিছু ব্যক্তিদের জন্য স্বাস্থ্য নিয়ে অনেকটাই ভুগতে হবে, মাথা সংক্রান্ত সমস্যা, হাত আঙুলগুলি ব্যথা, হাতের কব্জি বা মরিবন্ধন কাছে আঘাত লাগা, নিজের সাথে স্বাস্থ্য নিয়ে সংঘর্ষ বাড়বে। পরিবারে স্বাস্থ্য নিয়ে মানসিক চাপ বাড়বে, বাড়ির ছোট ভাই বা বোনের মাথায় আঘাত লাগা, এমনকি hospital admit পর্যন্ত হতে পারে। পারিবারিক স্বাস্থ্য নিয়ে একাধিক ভিন্ন ভিন্ন বিষয়গুলি চিন্তা করা। সন্তানের স্বাস্থ্য, মাতার স্বাস্থ্য নিয়ে মানসিকভাবে অস্থির বোধ করা। বয়োজ্যেষ্ঠদের নার্ভের সমস্যা দেখা যাবে, কথা বলার সময় অসুবিধা হওয়া

 

পরিবার বন্ধু-বান্ধব:

এই মাসের পরিবারের সাথে সম্পর্ক ভালো হবে, বিশেষ করে ঘরে পিতা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে। বন্ধুদের সাথে সম্পর্ক ভালো হওয়া, তবে বন্ধুদের স্বাস্থ্যে ভালো ফল না পাওয়া। গলা, কাঁধ এবং হাতের ব্যথা বাড়বে। শিরদাঁড়া কোমরের নিম্ন ভাঙ্গে সমস্যা দেখা যাওয়া। বাড়ির আশে পাশে জায়গা গুলিতে বন্ধুদের সাথে ভ্রমণ, বন্ধুদের সাথে বিভিন্ন বিষয়গুলোই আলোচনা করা এবং সুসম্পর্ক গড়ে ওঠা। প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো না থাকা, একে অপরে বাড়ি আসা-যাওয়া বন্ধ হয়ে যাওয়া। উভয়ে নিজের বাড়ি দিকে পরের প্রতি নজর রাখা। সন্তান এবং ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা তৈরি হওয়া। 

 

প্রেম কর্মক্ষেত্র:

প্রেমিক-প্রেমিকার সাথে সম্পর্ক নিয়ে মানসিক চাপ, প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খীভাবে আলোচনা করায় mind game, খুবই লজিক্যালি ভাবে সম্পর্কের বিষয়গুলি আলোচনা করা, যা সম্পর্কে মধুরতার মধ্যে ব্যাঘাত ঘটাতে পারে। প্রেমিক-প্রেমিকার স্বাস্থ্য পূর্বে তুলনায় ভালো থাকবে এবং তা নিয়ে যথেষ্ট শান্তির অনুভূতি। স্বাস্থ্য নিয়ে দোমোনাভাব না থাকলে সঠিক চিকিৎসা সিদ্ধান্ত গ্রহণ করা যাবে। সহকর্মীদের সাথে সম্পর্ক অতটা মনোযোগ না দিয়ে, নিজের সাথে সময় কাটানো। নিজের ওপর ফোকাস থাকা এই সময়টা, যা সহকর্মীদের সাথে সম্পর্কে দূরত্ব তৈরি করবে। কর্ম নিয়ে পিতার কাছ থেকে প্রশংসা পাওয়া। শিক্ষা ক্ষেত্রে নতুন বিষয়ে admission নেওয়া, এই নতুন বিষয়ে একাই সে পথে অগ্রসর হওয়া। 

 

কর্ম ব্যবসা:

মাসে কর্মে খুবই ভালো ফল পাওয়া। কর্মে একের অধিক সুযোগ পাওয়া, সেই সুযোগগুলি ভালোভাবেই ব্যবহার করা। সৃষ্টিশীল, প্রেরণামূলক, সেবামূলক, দান, আধ্যাত্মিক, healing কর্মে র্অধিক সুফল পাওয়া। career নতুন দৃষ্টিভঙ্গি, নিজের thought পরিকল্পনাকে নবভাবে present করা। ইন্টারনেট বিদেশী দেশগুলির সাথে career ভালো ফল পাওয়া। career ভালো ফলাফলের জন্য দূরবর্তী স্থানে প্রশিক্ষণের জন্য যাওয়া। বিষয়ে মাতা কোনরকম বাধা দিলে বর্তমানে  সেই সমস্ত বাধা অতিক্রম করে career দিকে ভালোভাবে grow করা। Career নিজের identity create করা, নিজের সক্ষমতা বিষয়গুলি ভালোভাবে অণুবিক্ষণ করা। ব্যবসায় ভালো ফল, এই ক্ষেত্রে নিজের ভাবনা ব্যবসায়ী পথে নিজের পরিচিতি আরো বেশি বৃদ্ধি করা। এই মাসে কর্ম, শিক্ষা, ব্যবসা, career, প্রতিটি বিষয়ে সজাগ থাকা এবং বিষয়গুলি ভালো-মন্দ উভয় বিচার করে পরিস্থিতি হিসেবে পরিচালনা করা। 

 

আর্থনৈতিক অবস্থা:

মাসে আর্থিক বিষয় শান্তির অনুভূতি, দৈনন্দিন জীবনের প্রয়োজন অর্থ পেয়ে যাওয়া। Loan approval, আর্থিক বিষয়ে পরিবারের সাহায্যে পাওয়া, সেবামূলক কর্মে অর্থ দান। মাসে Travel, communication, তরল পদার্থ, raw martial, প্রসাধন সামগ্রী, কসমেটিক, বস্ত্র, teaching, প্রশিক্ষণ, সেলাই, ওষুধ ইত্যাদি বিষয়গুলিতে ভালোভাবে আয় হাওয়া। ব্যয় limited থাকবে। মাসে সম্পদ ক্রয়ে ব্যয় হওয়া। 



ধনু রাশি

(April, 2023)

 

শরীর স্বাস্থ্য:

মাসে স্বাস্থ্য নিয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে, মানসিকভাবে শক্ত হয়ে পরিস্থিতির সম্মুখীন হতে হবে। একাধিক মানুষে উপদেশ না নিয়ে নির্দিষ্ট একজন ব্যক্তি উপদেশ নিয়ে স্বাস্থ্যের দিকে ধ্যান রাখতে হবে। মহিলাদে গর্ভ সংক্রান্ত সমস্যা, শিরদাঁড়া নাভির মধ্যবর্তী অংশ ব্যথা হঠাৎ। কিছু ব্যক্তিদের ক্ষেত্রে স্বাস্থ্য ভালো ফল, সুস্থ হয়ে ওঠা, আনন্দের খবর সবার সাথে শেয়ার করা। পরিবারে স্বাস্থ্য খুবই ভালো যাবে, বিশেষ করে পিতা সন্তানে স্বাস্থ্য খুবই ভালো থাকবে, তবে সন্তানকে দ্রুতগামী যানবাহন থেকে দূরে রাখতে হবে। মায়ের স্বাস্থ্য পূর্বে তুলনায় ভালো থাকবে, গৃহে মহিলাদের স্বাস্থ্য একটু সমস্যা দেখা যাবে। কোন ব্যক্তির দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সমস্যায় ভুগছে সেক্ষেত্রে স্বাস্থ্য সেরে উঠতে অনেকটাই সময় লাগবে। ঈশ্বরে আরাধনা বা পূজা পাঠে অংশগ্রহণ করলে খুব শীঘ্রই সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা থাকবে

 

পরিবার বন্ধু-বান্ধব:

এই মাসে পরিবারের সাথে সম্পর্ক খুব একটা ভালো থাকবে না, পরিবারের সাথে সম্পর্কে মধ্যে দূরত্ব আশা। মানসিকভাবে সম্পর্ক গুলি নিয়ে তিক্ত বোধ, মাতার সাথে সন্তানের বন্ধুদের বিষয়গুলি নিয়ে তর্কাতর্কি হয়ে যাওয়া। এই মাসে চেষ্টা করবে সম্পর্কের বিষয়গুলিতে মতামত দেওয়া থেকে বিরত থাকা। বন্ধুদের স্বাস্থ্য মোটামুটি থাকবে, বন্ধুদের সম্বন্ধে সম্পর্ক আরও দৃঢ়ভাবে গড়ে ওঠা, নিজেদের জীবনে চলার পথে পরিকল্পনা গুলি একে অপরের সাথে আলোচনা করা। Self focus থেকে সৃষ্টিশীলমূলক কর্মে বন্ধুদের উৎসাহ দেওয়া। প্রতিবেশী সাথে সম্পর্কে হঠাৎ ভালো হওয়ার দিকে পরিবর্তন দেখা যাবে, কথাবার্তা বন্ধ থাকলে কথা শুরু হওয়া। 

 

প্রেম কর্মক্ষেত্র:

প্রেমিক-প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে, হঠাৎই আঘাত লাগার ঘটনা শুনতে পাওয়া। ধারালো অস্ত্র বা জিনিস দিয়ে ক্ষত হওয়া, যাত্রাপথে দুর্ঘটনার সম্মুখীন হওয়া। তবে মাসে খুবই ভালো সম্পর্ক গড়ে ওঠা। নিজেদের ভাবের আদান-প্রদান, জলপথের ছোটখাটো ভ্রমন। দীর্ঘদিন পর সাক্ষাৎ হওয়া এবং উপহার দেওয়া। সম্পর্ক খুবই ভালো মধুর ভাবে গড়ে ওঠা এবং নতুন সম্পর্ক শুরু হলে ঐশ্বরিক আশীর্বাদ থাকা সেই সম্পর্কে। নিজেদের ভালোবাসা পরিবার, বন্ধু-বান্ধব, সকলের সাথে শেয়ার করে নেওয়া। সকর্মীদের সাথে কর্ম নিয়ে নৈতিক বিষয়গুলি আরো বেশি আলোচনা করা। বাড়ির সংলগ্ন অঞ্চলে কর্মে প্রসিদ্ধ হওয়া, কর্ম সমৃদ্ধি একইসাথে। শিক্ষায় শুভ পরিবর্তন, পরীক্ষায় ভালো ফলাফল। 

 

কর্ম ব্যবসা:

এপ্রিল মাসে কর্ম নিয়ে খুব ভালো ফল পাওয়া যাবে। মন পছন্দ কর্মে নিয়োগ হওয়া। দীর্ঘদিন ধরে কার নিয়ন্ত্রণের কাজ করতে থাকলে সেই কাজে বন্ধন ছিন্ন করে, নতুন কর্ম শুরু করা। কর্মে সফলতা পাওয়া. কর্ম সম্পাদনের জন্য সমস্ত বাধা অতিক্রম করে কর্ম সম্পাদন করা, মানসিকভাবে দৃঢ় সংকল্প নেওয়া। career compromise পরিস্থিতি, কেরিয়ার সেবামূলক বিষয়গুলিতে ভালো ফল। Account, medical, পশুর চিকিৎসা ইত্যাদি career ভালো ফল। দীর্ঘদিন প্রশিক্ষণ মূলক বিষয়ে ভালো ranking. ব্যবসা খুবই খুবই ভালো ফল পাওয়া। ব্যবসায় বৃদ্ধি, প্রশংসা, নাম, যশ, প্রত্যেকটি বিষয়ে ছড়িয়ে পড়া। মহিলাদের ব্যবসায় অংশগ্রহণে আরো ভালো ফল। পুষ্প এবং গাছ সংক্রান্ত ব্যবসায় ভালো ফল। শিক্ষামূলক বিষয়ে সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক লাভ হওয়া। এই মাসে কর্ম ভালো ফল পাওয়ার তবে কিছুটা সমস্যার সম্মুখীন হওয়া। কর্ম নিয়ে একটু চাপ বাড়বে, তবে স্বতন্ত্রীয় ভাবে সেগুলি সম্মুখীন হওয়া

 

আর্থনৈতিক অবস্থা: 

মাসে অর্থ নিয়ে মানসিক ভাবে চিন্তিত থাকা। বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগের পর সে বিষয়গুলি নিয়ে ভাবনা, অর্থ নিয়ে outside অনুভবভৌতিক সুখে ঘাটতি। এই মাসে আয় medium থাকবে। এই মাসে travel, sudden health issue জন্য ব্যয় বাড়বে। ব্যবসায় অর্থ বিনিয়োগ, শেয়ার মার্কাটে অর্থ বিনিয়োগ। মাসে অর্থে দ্রুত বৃদ্ধি থাকবে না, বিলম্বে, ধীরে আর্থিক লাভ, এক্ষেত্রে বাড়ির বয়োজ্যেষ্ঠ বা পিতার ভূমিকা থাকবে



মকর রাশি

(April, 2023)

 

শরীর স্বাস্থ্য:

মাসে স্বাস্থ্যে মিশ্র ফল পাওয়া। balance situation, এই সংক্রান্ত কোনো রকম ইস্যু থাকলে সমাধান। ব্যক্তির মেদ বা চর্বি লিভার সংক্রান্ত ইস্যু থাকলে ভালো ফল। চোখে কোনরকম সমস্যা থাকলে সেটা অনেকটাই কমে আসা। পরিবারের স্বাস্থ্য ভালো হবে ক্রমশ, বড় রকম রোগ থেকে মুক্তি পাওয়া, পরিবারের স্বাস্থ্য নিয়ে শান্তির অনুভূতি। প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে, দরজায় হাতে আঙুল চেপে যাওয়া. বুকের সামনে অংশে কোমরের পশ্চাতে তীব্র যন্ত্রণা

 

পরিবার বন্ধু-বান্ধব:

এই মাসে পরিবারের সাথে সম্পর্ক বিষয়গুলি অভ্যন্তরীণ দিকে ভালো ফল, বাহ্যিকভাবে সেরূপ প্রকাশ না করা। মনের ইচ্ছাগুলি প্রকাশ পাওয়া, পরিবারের সাথে ছোটখাটো ভ্রমণে যাওয়া, স্বামী-স্ত্রী খুব ভালো সম্পর্ক গড়ে ওঠা। বন্ধুদের সাথে সম্পর্কে কিছুটা তিক্ত ভাব ফুটে ওঠা, এই সময়ে ব্যক্তির নিজের কথাকে প্রাধান্য দিচ্ছে। প্রতিবেশীর সাথে সম্পর্কের শান্তির অনুভূতি। 

 

প্রেম কর্মক্ষেত্র:

খুব ভালো সময় কাটানো প্রেমিক-প্রেমিকার সাথে। যোগাযোগ মাধ্যম আরো ভালো হয়ে ওঠা, সম্পর্ক বিষয় নিয়ে একে অপরের অভিজ্ঞতা শেয়ার করা। সম্পর্কে বিষয়ে পরিবারের সহমত পাওয়া, একসাথে খুব ভালো সময় কাটানো। স্বাস্থ্য নিয়ে মানসিক দুশ্চিন্তা বাড়বে। ইলেকট্রনিক ডিভাইস দ্বারা ক্ষতি হওয়া, চোখে নাকে আঘাত লাগা, তবে স্বাস্থ্যে ভালো সুধার হওয়া, দ্রুত সুস্থ হয়ে ওঠা। সহকর্মীদের সাথে সম্পর্ক খুব সুন্দর ভাবে গড়ে ওঠা, প্রতিটি বিষয়ে একে অপরদের সাথে শেয়ার করে নেওয়া। একসাথে মধ্যাহ্ন ভোজনে আহার গ্রহণ করা, ছোটখাটো ভ্রমণ কর্মী পরিবার সবার সাথে। শিক্ষায় ভালো ফল পাওয়া, গুপ্ত বিদ্যা, রিসার্চ, গবেষণা, পূর্বপুরুষদের সহযোগিতায় code decode করা। শিক্ষামূলক বিষয় তৃপ্ত বোধ। 

 

কর্ম ব্যবসা:

মাসে কর্মে পূর্বের তুলনায় পার্থক্য দেখা যাবে, কর্ম নিয়ে পূর্বে যে ভুলগুলি হয়েছিল সেগুলি পুনরায় না করা। Technical, মিডিয়া, lawyer, law, কর্মে স্থিতি। নিচুপদের career সফলতা পাওয়া, new opportunity, economic established, career নতুন পথ খুঁজে পাওয়া।  ব্যবসায় খুবই ভাল ফল, একটি মাত্র ব্যবসা থেকে একাধিক ব্যবসা বিনিয়োগ ভালো ফল পাওয়া। সমাজের মধ্যে নাম, যশ, প্রশংসা, বৃদ্ধি হওয়া। ব্যবসা পরিচালনা করার জন্য নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করা সফলতা পাওয়া প্রতিটি বিষয়ে। মাসে কর্মে ধীরগতিতে হলেও উন্নতি হবে

 

আর্থনৈতিক অবস্থা:

মাসে আর্থিক দিক ভালই থাকবে, পরিবার পরিজন বন্ধু-বান্ধব সবারই জন্যই আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। কিছু ব্যক্তিদের ক্ষেত্রে আয় উপার্জনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। অর্থ নিয়ে অপরপক্ষের সাথে তর্ক বিতর্ক জড়িয়ে পড়া, ঝামেলা মূলক পরিস্থিতি উদ্ভব হওয়া। ব্যয় বাড়বে বিশেষ করে যাত্রাপথে। পরিবার আত্মীয়-স্বজন সকলের সাথে ভ্রমনে, ব্যয় নিয়ে এতটা মানসিক চাপ থাকবে না। শারীরিক খাতে ব্যয় হওয়া, দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রীকে ব্যয়, দামি দামি জিনিস ক্রয় করা, সামাজিক স্ট্যাটাস বৃদ্ধিতে ব্যয়। মাস আর্থিক সহযোগিতা পাওয়া অপর ব্যক্তিদেরকে দেওয়া খুবই ভালো হবে। 



কুম্ভ রাশি

(April, 2023)

 

শরীর স্বাস্থ্য:

মাসে স্বাস্থ্য খুব ভালো থাকবে, নিজের অসাবধানতার কারণে ছোটখাটো আঘাত লাগতে পারে। তবে স্বাস্থ্য নিয়ে কোন রকম চিন্তা না করা। পরিবারে স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে, পারিবারিক বিষয়ে হিংসা ভাব বৃদ্ধি। স্বামী-স্ত্রীর স্বাস্থ্য খুব ভালোই থাকবে, পূর্বে অসুস্থ থাকলে বর্তমানে সুস্থ হয়ে ওঠা। বন্ধুদের স্বাস্থ্যে পরিবর্তন দেখা যাবে, বিশেষ করে মাথা ঘোরা বমি ভাব বাড়বে। চোখ নিয়ে সমস্যা, ধারালো জিনিস দিয়ে চোখে আঘাত লাগা

 

 পরিবার বন্ধু-বান্ধব:

মাসে পরিবারে সাথে সম্পর্কে খারাপ পরিস্থিতি, সম্পর্কের বিষয়গুলির উপর নিজের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা যা খারাপ ফল দেবে। দাদা, ভাই সাথে সংঘর্ষে জড়িয়ে পড়া। বন্ধুদের সাথে সম্পর্ক ধীরে ধীরে ভালোর দিকে গড়ে ওঠা, পুরনো বন্ধুর সাথে সাক্ষাৎ হওয়া এবং আনন্দ উৎস নাচ গানের মধ্যে সময় কাটানো। প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ থেকে খারাপের দিকে, প্রতিবেশীর দ্বারা কর্মে বাধা সৃষ্টি। প্রতিবেশী ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করা, প্রতিবেশীর কারণে কর্মস্থানে সমস্যার সম্মুখীন হওয়া। 

 

প্রেম কর্মক্ষেত্র:

প্রেমিক-প্রেমিকার সাথে নতুনভাবে সম্পর্ক গড়ে ওঠা, প্রেমিক-প্রেমিকার সাথে নিজের মনের সব কথা শেয়ার করা, হঠাৎই কোন রকম যাত্রাপথ শুরু করা। স্বাস্থ্যের দিকে আশীর্বাদ, সুস্বাস্থ্য গড়ে ওঠা। হঠাৎই কর্মস্থানে সমস্যা উদ্ভব, সহকর্মীদের সাথে সংঘর্ষ মূলক পরিস্থিতি। তীব্র হিংসা, ঘৃণা, ভাব প্রকাশ, কর্ম সমস্যা সহকর্মীদের সাথে। কর্মক্ষেত্রে নিজের পারদর্শিতা শ্রেষ্ঠ প্রকাশ। কর্মে বদলি, এবং তা নিয়ে মানসিক চাপ বৃদ্ধি। 

 

কর্ম ব্যবসা:

মাসে কর্ম হওয়ার মুখে বিভিন্ন বাধা সম্মুখীন হতে হবে, তবে ধৈর্য সহকারে এগিয়ে যেতে হবে, পরবর্তী সময়ে ভালো ফল পাওয়া। পারিবারিক স্ট্যাটাস থাকলে যে সহজে কর্ম পাওয়া যায় এই ভুল ধারণা ভেঙ্গে যাওয়া। পরিবারের এবং বয়োজ্যেষ্ঠদের কথামতো চললে কর্মে ভালো ফল পাওয়া। career হঠাৎ নতুন opportunity আশা এবং সেটা ভালোভাবেই গ্রহণ করা। career বিষয়ে বিভিন্ন conditioning ব্রেক করে এগিয়ে যাওয়া। প্রশিক্ষণমূলক কর্মে ভালো প্রসিদ্ধ হওয়া। Healing, Reiki, বুদ্ধির দ্বারা পরিচালিত career  ভালো। ব্যবসায় সেরুপ ফল না পাওয়া, ব্যবসায় খুব ধীরগতিতে এগিয়ে চলা। একাই ব্যবসা নিয়ে অতিরিক্ত চিন্তা করা, বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি সাথে কথা বললে ভালো ফল। 

 

আর্থনৈতিক অবস্থা:

মাসে কুম্ভ রাশি, আর্থিক পরিস্থিতি চাপের মধ্যে দিয়ে যাবে। হঠাৎই আয়ের তুলনায় ব্যয় বাড়বে, আয়ে উপার্জন কমে যাওয়া। এর সাথে সাথে ভৌতিকভাবে সেগুলো উপভোগ করা। আয় বাড়বে হঠাৎ - দিনের মধ্যে, তারপর আবার একই রকম পরিস্থিতি। ব্যয় বাড়বে মানসিক চাপও বাড়বে, স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে। 



মীন রাশি

(April, 2023)

 

শরীর স্বাস্থ্য:

এই মাসে স্বাস্থ্যে উন্নতি বা ভালো ফল। ব্যক্তি হাঁটুর আঘাত লাগা, ঘাড়ে ব্যথা, বাহুদয়ের নিম্নভাগে ব্যথা। পেটে সমস্যা থাকলে ঠিক হয়ে যাওয়া। পরিবারের স্বাস্থ্য খুব ভালো থাকা, আনন্দ অনুভব করা। স্বামী-স্ত্রীর স্বাস্থ্য নিয়ে একটু চাপ থাকা, ডাক্তারি পরামর্শে স্বাস্থ্য ভালো ফল। পূর্বে যে অস্ত্রোপচার হয়েছিল ভালো হয়ে যাওয়া। বন্ধুর স্বাস্থ্য ভালো না থাকা, বন্ধুর স্বাস্থ্য নিয়ে তার পরিবার চিন্তিত থাকা, সময়ের সাথে সাথে বন্ধুর স্বাস্থ্যে পরিবর্তন লক্ষণীয়। 

 

পরিবার বন্ধু-বান্ধব:

মাসে পরিবারের সাথে সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি, পরিবারের সাথে সব বিষয়গুলি আলোচনা করা, পরিবারের সাথে ভ্রমণ। বন্ধুর সাথে সম্পর্কে যোগাযোগ আরো বেশি দৃঢ় হওয়া। Creative বিষয়গুলি একে অপরের সাথে মিলে যাওয়া। বিভিন্ন চিত্র হস্ত শিল্পকলা মূলক বিষয়ে একসাথে অধ্যয়ন করা। প্রতিবেশীর সাথে সম্পর্ক maturity, মূল্যবান জিনিস উপহার দেওয়া।  

 

প্রেম কর্মক্ষেত্র:

প্রিয়জনের সাথে সম্পর্কে সব রকম ভুল বোঝাবুঝি দূর হয়ে যাওয়া, সম্পর্কের ভিত আরো বেশি মজবুত হয়ে ওঠা। সহকর্মীর সাথে সম্পর্কে নতুনভাবে urja Flow. শিক্ষামূলক কর্মে একে অপরের সাথে সহযোগিতা করা, দলবদ্ধ ভাবে কর্ম সম্পাদন করা। কর্মক্ষেত্রে মিশ্র ফল লাভ, কিছু ব্যক্তিদের জন্য Balance situation. শিক্ষায় মনের মতো ফল না পাওয়া যার জন্য দুঃখিত হওয়া। চেষ্টায় কিছুটা খামতি থাকা, শিক্ষায় দুই মনা ভাবের কারণে এই পরিস্থিতি সম্মুখীন হওয়া

 

কর্ম ব্যবসা:

মাসে কর্মে best performance, সমস্ত obstacle, rules, regulation, বন্ধন ছিন্ন করে নিজের নেতৃত্বের দ্বারা কর্ম পরিচালনা সফলতা পাওয়া। পছন্দময় কর্মে নিয়োগ হওয়া, দীর্ঘদিন অপেক্ষার পর উচ্চপদ পাওয়া। কর্ম নিয়ে পরিবার শহরের মধ্যে নাম প্রসিদ্ধ হওয়া। নতুন পথে অগ্রসর হওয়া, Teaching, Technical, হস্তশিল্পে, প্রকৃতি অপরূপ গুণে বিষয় career সফলতা পাওয়া। ব্যবসায়িক ক্ষেত্রে অতিরিক্ত burden অনুভব, ব্যবসায়িক ক্ষেত্রে অন্যের দ্বারা বেশি পরিচালিত হওয়ায সমস্যা উদ্ভব। ব্যবসার জন্য একাধিক মানুষ উপদেশ দিলও, কর্মে সহযোগিতা করার জন্য কেউ এগিয়ে আসবে না। মাসে কর্মে স্বপ্নগুলো বাস্তবে রূপান্তরিত হওয়ার জন্য ধৈর্যের সহিত অপেক্ষা, সফলতা পাওয়ার বিষয়ে মায়ের পরিবারে ব্যক্তিদের সহযোগিতা পাওয়া

 

আর্থনৈতিক অবস্থা:

মাসে আর্থিক বিষয় নিয়ে একাধিক চিন্তাভাবনা, মাথায় অতিরিক্ত চাপের অনুভব। আয় সেরুপ না হওয়া, ব্যবসায় আয় না হওয়া ব্যবসায় কিছুটা আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়া, পরিকল্পনার ঊর্ধ্বে ব্যয় হবে, তবে বন্ধু-বান্ধবদের সহযোগিতা পাওয়া। পূর্বেই জানা থাকা যে এই মাসে ব্যয় বাড়বে 

 

🌻✍️©শুভলক্ষ্মী (Tarot Reader) Principle of Mritunjay Institute of Vedic Astrology (MIVA)🌻

🌻Contact : 8345986619 / 7679938363 🌻

☘️ সৎ পথে চলার চেষ্টা করবেন, সৎ হয়ে থাকবেন এবং সদা সৎকে গ্রহণ করবেন ☘️

Chat Now