Almanacastro Monthly Horoscope February 2023

Almanacastro Monthly Horoscope February 2023

মেষ রাশি

(February, 2023)

 

শরীর ও স্বাস্থ্য: 

এই মাসে স্বাস্থ্য খুব ভালো থাকবে তবে মায়ের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা বাড়বে। মাথা যন্ত্রণা বাড়বে, মানসিক চাপ, স্বাস্থ্য নিয়ে অতটা চিন্তা থাকবে না। কিছুটা সময় ঘুরে আসা বা বন্ধুদের সাথে সময় কাটানো। স্বাস্থ্যের দিকে ভালো, প্রয়োজনীয় মানুষদের কিছু দান করলে স্বাস্থ্যের দিকে ভালো ফল পাওয়া যাবে

 

পরিবার ও বন্ধু-বান্ধব: 

পরিবারের সাথে সম্পর্কে হঠাৎ তিক্ততা বৃদ্ধি। কর্ম বিষয় নিয়ে ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়া। মায়ের সাথে, শাশুড়ি মায়ের সাথে সম্পর্ক খারাপ হওয়া

বন্ধুদের সাথে ভ্রমণ, নাচ, গান, সময় উপভোগ করা বন্ধুদের কর্ম হয়ে যাওয়া নিজে দীর্ঘদিন কর্ম না পাওয়ায় মানসিক চাপ বাড়বে, বন্ধুদের সাথে কথোপকথন বন্ধ করে দেওয়া। 

 

প্রেম ও কর্মক্ষেত্র: 

সম্পর্ক পূর্বের থেকে কিছুটা ভালোর দিকে,পরিস্থিতি হিসেবে একে অপরের প্রতি বিশ্বাস রাখা। পুরনো প্রেম ফিরে আসা। 

কর্মক্ষেত্রে সহকর্মচারীদের সাথে খুবই ভালো সম্পর্ক গড়ে ওঠা। বিশেষ করে সিনিয়রের সাথে জুনিয়রদের সম্পর্ক ভালো, একে অপরের সাথে কথোপকথন বৃদ্ধি। 

 

কর্ম ব্যবসা: 

কর্মে ভালো, কর্মে হঠাৎ প্রমোশন পাওয়া। কর্মসূত্রে বিদেশ ভ্রমণ সুযোগ, গৃহ থেকে দূরবর্তী স্থানে কর্ম সুযোগ পাওয়া। কর্মে অধিক বেশি মনোযোগ আর্থিক লাভ, কন্সট্রাকশনের কাজ খুব ভালো ফল, ট্রাভেলের কাজ খুব ভালো ফল। কর্মে সাফল্য লাভ, কর্মক্ষেত্রে যোগাযোগ বাড়বে, সমাজে অনুগামী বাড়বে। 

ব্যবসা হঠাৎ নাম এবং আর্থিক ক্ষতি। ব্যবসায় অধিক মূলধন বিনিয়োগ করা, যথাযথ ফল না পাওয়া দুশ্চিন্তা। ব্যবসা প্রগ্রেসের জন্য নতুন পরিকল্পনা.আর্থিক সমস্যা,পরিস্থিতি সামলাতে প্রাণপণ চেষ্টা। অংশীদারি ব্যবসায়ী ভালো ফল, পারিবারিক পদ্ধতি নতুন ব্যবসা শুরু করা

 

আর্থনৈতিক অবস্থা: 

এই মাসে আর্থিক লাভ, প্রমোশনে সাথে আর্থিক লাভ অতীতে সাথে বর্তমানে আর্থিক বৃদ্ধি তুলনা হবে। নিজের বুদ্ধি কর্ম দক্ষতায় আর্থিক লাভ। মাথা, পিতা, গুরুজনের কাছ থেকে আর্থিক লাভ পাওয়া। 

অন্ত:রাষ্ট্রীয় ভ্রমনে ব্যয়, দামি মন পছন্দ জিনিস ক্রয় করা। নতুন কনস্ট্রাকশন (ঘর-বাড়ি, মন্দির, দোকান ইত্যাদি তৈরি) এর কাজে ব্যয়। কর্মক্ষেত্রে উন্নতির জন্য ব্যয়, নিজের বাড়ি করার জন্য ব্যয়




বৃষ রাশি

(February, 2023) 

 

শরীর ও স্বাস্থ্য: 

স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে, হাঁটু ব্যথা, ঘাড়ে ব্যথা, ডান পায়ে উপর ভাগে ক্ষত। একাকিত্বে অনুভব, সঠিকভাবে রোগে লক্ষণ প্রকাশ না পাওয়া, হঠাৎই স্বাস্থ্য নিয়ে আর্থিক চিন্তা। স্বামী বা স্ত্রী স্বাস্থ্য নিয়ে চিন্তা, মায়ের স্বাস্থ্যের উন্নতি তবে পিতা স্বাস্থ্য ভালো না যেতে পারে। চিকিৎসার জন্য যাত্রা করতে হবে, পরিবারের স্বাস্থ্য নিয়ে অনেকটাই চিন্তিত থাকা

 

পরিবার ও বন্ধু-বান্ধব: 

পরিবারে সাথে তর্ক বিতর্ক অধিক, পরিবারে কথা না শুনে নিজের সিদ্ধান্তে গৃহ থেকে বেরিয়ে আসা। 

বন্ধুদের সাথে কর্ম নিয়ে আলোচনা, কর্মসূত্রে বন্ধুদের সাথে শহরের বাইরে যাত্রা। বন্ধুদের নিয়ে নতুন প্রশিক্ষণমূলক কর্ম শুরু করার ভাবনা, কর্মে বন্ধুদের মধ্যে ভালই সম্পর্ক, বন্ধুদের সাথে ভালো সময় অতিবাহিত করা

 

প্রেম ও কর্মক্ষেত্র:

প্রেমিক/প্রেমিকার সাথে মনের ভাব ব্যক্ত করা, সম্পর্কে মাধুর্য। তবে কিছু ব্যক্তির সম্পর্কে মধ্যে নিরাশা, একাকীত্ব, একে অপরের সাথে ভাবে আদান-প্রদানে ভুল বুঝাবুঝি। 

কর্ম ক্ষেত্রে সহকর্মীদের সাথে অস্বস্তিকর, ঝগড়া, ঝামেলা মূলক পরিস্থিতি উদ্ভব। তর্ক বিতর্কে জড়িয়ে পড়া যা সম্পর্কে মধ্যে খারাপ প্রভাব আনতে পারে। ব্যক্তি অতিরিক্ত সাহসিকতা বা উৎসাহ প্রকাশ করলে সমস্যা আরো বৃদ্ধি পাবে। 

 

কর্ম ব্যবসা:

কর্মে খুবই ভালো সময়, কর্মস্থানে প্রশংসা, আর্থিক শ্রীবৃদ্ধি। কর্মক্ষেত্রে Feminine এনার্জি 

ব্যবহার, কর্ম বিস্তার, হঠাৎই নতুন কর্মের সূচনা। creative গুণ উৎসাহ নিয়ে এগিয়ে যাওয়া, কর্মনিয়োগে প্রস্তাব, Online কর্মে slowly বিস্তার

ব্যবসায় পূর্বে আর্থিক বিনিয়োগ নিয়ে চিন্তা, আসা রূপ ফল না পাওয়া। গ্রাহকে কাছ থেকে যথাযথ প্রতিক্রিয়া (Response) না পাওয়া, ব্যবসায় নিজে মত কে প্রাধান্য দেওয়া। আর্থিক ক্ষতি, সামাজিক স্ট্যাটাস ক্ষুন্ন, অংশীদারি ব্যবসায় বিশ্বাসঘাতক হওয়া। শত্রু দ্বারা ক্ষতি

 

আর্থনৈতিক অবস্থা:

মাসে আর্থিক দিকে সমতা বজায় রাখা, মহিলাদের জন্য আর্থিক লাভ। Reiki,Healing, Medicine ,Share Market, ফার্নিচার, শস্য, খাদ্য, গহনা, পোশাক ইত্যাদি ক্ষেত্রে আর্থিক লাভ। কিছু ব্যক্তিদের অর্থ নিয়ে বন্ধু সহকর্মীদের থেকে অন্যায় মূলক আচরণের শিকার। প্রেমিক/প্রেমিকার জন্য খরচা বাড়বে, ব্যয় নিয়ে চিন্তা দুঃখ, মানসিক ভাবে বিপর্যস্ত, স্তব্ধ হয়ে পড়া।




মিথুন রাশি

(February, 2023)

 

শরীর ও স্বাস্থ্য:

স্বাস্থ্য খুব ভালো, পুরনো রোগ গুলি সেরে ওঠা, পরিবারে মায়ের স্বাস্থ্য খুবই ভালো। স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকলেও পরিস্থিতি অনুকূল। কাঁধে আঘাত লাগা, মানসিক শান্তির অনুভূতি। 

 

পরিবার ও বন্ধু-বান্ধব:

পরিবারে সাথে সম্পর্ক খুব ভালো। বাবার সাথে ভালো সময় কাটানো, পারিবারিক সম্পর্কে মধ্যে নতুনত্ব। 

বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন হওয়া (online friend).

 

প্রেম ও কর্মক্ষেত্র:

নতুন প্রেমে প্রস্তাব আসা। অনেক সম্পর্কে তিক্ততা একাকীত্ব বৃদ্ধি, সম্পর্ক পরিনিতি পেতে বিলম্ব

সম্পর্কে মধ্যে ভুল বোঝা-বুঝি, অনুগামীর সাথে মতের পার্থক্য, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে

 

কর্ম ব্যবসা:

কর্মে নতুন সুযোগ আসা, কর্ম ক্ষেত্রে যুগান্তকারী সাফল্য, কর্মে নতুন যোগাযোগ। 

কর্মস্থানে celebration, কর্মসূত্রে বিদেশ যাওয়া বিলম্ব। 

ব্যবসায় শ্রীবৃদ্ধি, আর্থিক লাভ, ব্যবসায়িক পরিকল্পনা নিজের চিন্তা-ভাবনার পরিবর্তন। পারিবারিক ব্যবসায় নাম প্রসিদ্ধ। ব্যবসায় অধিক বেশি মনোযোগ, অর্থ বিনিয়োগে ভাবনা, Stocks Market অর্থ বিনিয়োগ।

 

আর্থনৈতিক অবস্থা:

আর্থিক স্থিতি ভালো থাকবে, আয়ের উৎস বাড়বে, তবে অর্থ নিয়ে চাপ থাকবে। পূর্বে আর্থিক ক্ষতির কথা  মনে পড়া। 

ভৌতিক (Luxurious) সুখে অতিরিক্ত ব্যয়। কর্মে অর্থ বিনিয়োগ, পারিবারিক খাতে ব্যয়, হঠাৎ শারীরিক অসুস্থতার জন্য ব্যয়।




কর্কট রাশি 

(February, 2023)

 

শরীর ও স্বাস্থ্য:

মাসে মানসিক চাপ বাড়বে, বুকের ব্যথা, পিঠে ব্যথা, হাতের তালুর ব্যথা, গুপ্তঅঙ্গে সমস্যা। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা, অহেতুক চিন্তা বৃদ্ধি পাবে, নেতিবাচক বা খারাপ চিন্তাভাবনা

 

পরিবার ও বন্ধু-বান্ধব:

এই মাসে পরিবারে সাথে কথা কাটাকাটি, মতের মিল, পরিবার সাথে সঠিকভাবে নিজের ভাব প্রকাশ না করা। নিজের মধ্যেই আবদ্ধ থাকা, শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক খারাপ, ঝগড়া মূলক পরিস্থিতি

বন্ধুর সাথে ভালো সময়, বন্ধুদের হাতে হাতে কাজ করে দেওয়া। বন্ধুদের নিয়ে কোন সামাজিক অনুষ্ঠানে যোগদান করা এবং সেখানে জয়ী হওয়া, ভোগ বিলাসিতা বাড়বে। 

 

প্রেম ও কর্মক্ষেত্র:

প্রেমিক/প্রেমিকার সাথে সম্পর্কের মধ্যে হঠাৎ পরিবর্তন দেখা যাবে। সম্পর্ক খারাপ থেকে ভালোর দিকে, প্রেমিক/প্রেমিকার কাছ থেকে উপহার পাওয়া

কর্মক্ষেত্রে সহ কর্মীদের সাথে, কর্মসূত্রে ভ্রমণ। ভালো-মন্দ উভয়কে নিয়ে এগিয়ে চলা, তবে সিনিয়রদের সাথে সম্পর্ক অতটা ভালো না। 

 

কর্ম ব্যবসা:

মাসে পুরনো কর্ম ছাড়া গিয়েছিল সেই কর্মের যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ। হঠাৎই কর্মে খারাপ পরিস্থিতি, মানসিক চাপ বাড়বে, নিজের চেষ্টায় কর্মে পরিস্থিতি অনুকূলে। 

ব্যবসায় খুবই লাভজনক, শিক্ষামূলক বিষয়েউপদেষ্টা (Consultancy) মূলক, Healing, দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসের ব্যবসায় খুবই ভালো। ট্রেনিং, বই খাতা সংক্রান্ত লেখালেখি বিষয়ক সামগ্রীতে লাভ। সুগন্ধি ব্যবসায়, Light ব্যবসায়, হস্তশিল্প   নৃত্যশিল্প ইত্যাদি সেক্টরগুলোতে লাভ হবে। 

 

আর্থনৈতিক অবস্থা:

মাসে আর্থিক লাভ totally থাকবে. আয়ের নতুন উৎস খুঁজে পাবে.

ব্যয় বৃদ্ধি পাবে তবে একটা conditioning থাকবে. শিক্ষা সামাজিক স্ট্যাটাসে ব্যয় বাড়বে.




সিংহ রাশি

(February, 2023)

 

শরীর ও স্বাস্থ্য:

মাসে স্বাস্থ্যে সমস্যা একটু বাড়বে, সর্দি,কাশি, স্বাস্থ্য ছোটখাটো বিষয় নিয়ে চিন্তিত থাকা। স্বামী স্ত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তা। বিবেকের দিকে বেশি সচেতন। সন্তানের স্বাস্থ্য, সন্তান হঠাৎই পড়ে গিয়ে হাতে পায়ে আঘাত লাগা।

 

পরিবার ও বন্ধু-বান্ধব:

মাসে পরিবারে সাথে সম্পর্ক খুবই ভালো, মায়ের বাড়ি দিদা সাথে ভালো সময় কাটানো, মামা মাসিদের সাথে ভালো সম্পর্ক, মামার বাড়িতে শুভ অনুষ্ঠান। পূর্বে খারাপ সম্পর্ক থাকলেও এই মাসের সম্পর্কে শুভ সূচনা.

এই মাসে বন্ধুদের সাথে বিভিন্ন knowledge, Mind plan, share করা, মনের মানুষকে প্রস্তাব দেওয়ার পূর্বে বন্ধুদের সাথে সে বিষয়ে আলোচনা করা, কর্মক্ষেত্রে বন্ধুর সাথে কাজ ভাগ করে নিয়ে কাজটি পূর্ণ করা। 

 

প্রেম ও কর্মক্ষেত্র:

প্রেমিক/প্রেমিকার সাথে সম্পর্কে শুভ পরিবর্তন। সম্পর্কের মধ্যে যে খারাপ আচরণ একে অপরের সাথে করা হয়েছিল সেই বিষয় নিয়ে স্বচ্ছ ধারণা রেখে এগিয়ে চলা। সম্পর্ক নিয়ে আন্তরিক শান্তি। 

কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে খুবই ভালো সময়। আনন্দ, উৎসব ,নাচ-গান এবং খাওয়া-দাওয়ার মধ্যে সময় কাটানো। সহকর্মী পরিবারদের নিয়ে ছোটখাটো পিকনিক।  

 

কর্ম ব্যবসা:

এই মাসে দৈনন্দিন কর্মগুলিতে খুবই ভালো, তবে শস্য জলের সাথে যুক্ত কর্ম গুলি আশা রূপ ফল না পাওয়ার সম্ভাবনা। কর্ম নিয়ে চাপকর্মক্ষেত্রে সমতা বজায় করা চেষ্টা। কর্মক্ষেত্রে মালিকের সাথে তর্কাতর্কি। কর্মে উন্নতির জন্য নতুন পরিকল্পনা।

ব্যবসায় সূত্রে জলপথে ভ্রমন। ডেকোরেটিং,ঘর সাজানো দ্রব্য, খাদ্যশস্য, খেলনা, বাড়ি সংক্রান্ত বিষয়ে ভালো লাভ। হঠাৎই ব্যবসায় আর্থিক ক্ষতি। ব্যবসা করা নিয়ে এবং তাতে ক্ষতির সম্মুখীন হওয়ায় বিভিন্ন জনের কাছ থেকে ভিন্ন ভিন্ন কথা সম্মুখীন হওয়া। তবে নিজেকে এরূপ পরিস্থিতিতেও সঠিক ভালো চিন্তার মধ্যে রাখা। 

 

আর্থনৈতিক অবস্থা:

এই মাসে সিংহ রাশি আর্থিক লাভ ধীরে ধীরে বৃদ্ধি হবে। গুপ্ত বিদ্যা, Stone, ব্যবসা থেকে আয়। নতুন কর্ম শুরু করে আর্থিক লাভ, Online শিক্ষা থেকে লাভ, আর্থিক সমৃদ্ধি বাড়বে।

নিজের জন্য ব্যয়, ভুল সিদ্ধান্ত নেওয়া অতিরিক্ত ব্যয়, শারীরিক ক্ষেত্রে, পরিবারে দৈনন্দিন সামগ্রিতে অধিক ব্যয়।




কন্যা রাশি

(February, 2023)

 

শরীর ও স্বাস্থ্য:

মাসে স্বাস্থ্য ভালো থাকবে, স্বাস্থ্য নিয়ে ছোটখাটো সমস্যা দেখা দিলেও দ্রুত সুস্থ হয়ে ওঠা। মানসিক ভাবে একাকীত্ব অনুভব করা। পরিবারে স্বাস্থ্য ভালো যাবে, স্বাস্থ্য নিয়ে ডাক্তারের এবং গুরুজনদের সাথে পরামর্শ করা। দীর্ঘদিনে রোগ গুলি দ্রুত সুস্থতার দিকে, স্বাস্থ্য নিয়ে সুসংবাদ। 

 

পরিবার ও বন্ধু-বান্ধব:

পরিবারে সাথে সম্পর্ক অতটা ভালো না, মায়ের সাথে সন্তানে সাথে মতপার্থক্য। অপর ব্যক্তিকে অধিক বিশ্বাস করা এবং তারই কথা মত চলা। পিতা পরিবারে সদস্যর সাথে কথা কাটাকাটি

বন্ধুদের সাথে ভালই যাবে, opposite sex ভালো সম্পর্ক গড়ে ওঠা, বন্ধুত্বে সম্পর্কের মধ্যে আনন্দে বার্তা, বন্ধুত্বে সম্পর্কে দ্বিতীয় সুযোগ পাওয়া, বন্ধুদের সাথে তীর্থ ক্ষেত্রে ভ্রমণ। 

 

প্রেম ও কর্মক্ষেত্র:

প্রেমিক/প্রেমিকার সাথে সম্পর্কে দিমতের ভাবনা, পরিস্থিতি হিসেবে কোনরকম সম্পর্কটাকে টেনে নিয়ে যাওয়া। সম্পর্কের মধ্যে অতিরিক্ত মানসিক চাপের সম্মুখীন হওয়া, সম্পর্কে বিষয়ে স্বচ্ছ ধারণা না পাওয়া। পরিবার প্রেমিক/প্রেমিকার সাথে সম্পর্কের মধ্যে আটকে পড়া, সঠিক সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকা। অতিরিক্ত কর্মে মনোযোগ, সম্পর্কে দিকে অমনোযোগী অপরপক্ষে ভালো না লাগা, আর্থিক লাভ সম্পদ ভোগে বেশি মনোযোগী। 

কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক, কর্মসূত্রে সহকর্মীদের নিয়ে যাত্রা পথে অগ্রসর। 

 

কর্ম ব্যবসা:

মাসে কর্মে নতুন নতুন সুযোগ আসবে, কর্মে নতুন সুযোগ পাওয়া, কর্মক্ষেত্রে পদোন্নতি। কর্মক্ষেত্রে আর্থিক লাভ, মহিলাদের সহযোগিতা. কর্মপরিকল্পনায় নতুন দৃষ্টিভঙ্গি যা কর্মে স্থায়িত্ব। কর্ম নিয়ে শান্ত অনুভূতি, তবে কর্ম নিয়ে অপর পক্ষের কাছ থেকে সম্মুখে সম্মতি, কিন্তু অভ্যন্তরীণ সম্মতি না থাকা। কর্ম নিয়ে মন্দ মনোভাব বৃদ্ধি পাওয়া অপরপক্ষে, উচ্চস্তরে কর্ম অনুগামীদের কাছ থেকে আশারূপ ফল না পাওয়া। 

ব্যবসায় শুভ পরিবর্তন, নতুন যোগাযোগ, ব্যবসায় বৃদ্ধি, ব্যবসায় ভালো লাভবান হওয়া। যোগাযোগমূলক ব্যবসায় খুবই ভালো ফলাফল, Online Platform, কসমেটিক এর ব্যবস্থায় ভালো লাভ। ব্যবসা শুরু হওয়ার থেকে বর্তমানে ব্যবসা পরিস্থিতি তুলনামূলক ভালই লাভের মুখ দেখা। ফার্নিচার, Agriculture, Gardening, Water, Cloth ব্যবসায় ভালো লাভ। নতুন ব্যবসা শুরু করা পরিকল্পনা, পারিবারিক ব্যবসায় উন্নতি পরিবারে গুরুজনদের আশীর্বাদ। 

 

আর্থনৈতিক অবস্থা:

এই মাসে আর্থিক দিকে লাভ। Teaching, Consultancy, গুরুমুখী বিদ্যা, পৌরহিত, লামা ফেরা, সূক্ষ্ম ট্রেনিং, জ্ঞানমূলক বিদ্যা, Caring, লালন পালন, এই ক্ষেত্রে গুলিতে আর্থিক লাভ। বাড়ি গুরুজনের কাছ থেকে লাভ, উচ্চপদ ব্যক্তিদের থেকে লাভ হওয়া।

আইনি বিষয়ে ব্যয়, গুপ্ত বিদ্যা প্রশিক্ষণ মূলক বিদ্যায় ব্যয়, creative কাজে ব্যয়. সম্পদ ক্রয়ে ব্যয়, secret খাতে ব্যয়, নিজের প্রয়োজনে ব্যয়. হঠাৎই স্বাস্থ্যের জন্য ব্যয়




তুলা রাশি

(February, 2023)

 

শরীর ও স্বাস্থ্য:

মাসে স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা বাড়বে। বিশেষত পরিবার, মা, গুরুজন, স্বাস্থ্য বিষয় নিয়েপথ চলতে চলতে হঠাৎই দুর্ঘটনা, বাঁ পায়ে গোড়ালিতে ব্যথা, নানি বা দিদিমা স্বাস্থ্য খারাপ ডাক্তারে পরামর্শ গ্রহণ করাচিকিৎসার জন্য অন্য state/বিদেশে যাওয়া পরিকল্পনা, সহকর্মী প্রতিবেশীদের সাহায্য পাওয়া, সঠিক রোগ ধরা না পড়া, আর্থিক, মানসিক দুই দিকেই চাপ

 

পরিবার ও বন্ধু-বান্ধব:

এই মাসে পরিবারে সাথে সম্পর্কে খুবই ভালো, নতুন সম্পর্ক শুরু, মায়ের সাথে খুবই ভালো সম্পর্ক, পরিবারে সাথে সময় কাটানো শান্তির অনুভূতি, বৌমা শাশুড়ি সাথে সম্পর্ক ভালো, পরিবারে সবাই একসাথে নিজের পুরনো বাড়ি  কিছুদিন থাকা

বন্ধুর সাথে গোপন কথা গুলি আলোচনা করা, ভালো-মন্দ উভয় বিষয়গুলি নিয়ে কথা বলা বন্ধুদের সাথে যুক্তিপূর্ণ ভাবে কথা বিশ্লেষণ, মায়ের সাথে বন্ধুদের বিষয়গুলি নিয়ে কথা, মায়ের সাহায্য পাওয়া

 

প্রেম ও কর্মক্ষেত্র:

প্রেমিক/প্রেমিকার সাথে আনন্দময় মুহূর্ত উপভোগ করা, ছোটখাটো ভ্রমণ এবং আসরে অংশগ্রহণ একে অপরের প্রতি মনের ভাব ব্যক্ত করা, Romantic, Online chat.

কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে সম্পর্ক অতটা ভালো না, একটি বিষয় নিয়ে একাধিক জ্ঞান দেওয়ার কারণে সম্পর্কে তিক্ততা। Suppression ,Senior সাথে সম্পর্ক খারাপ, শূন্যতা অনুভূতি

 

কর্ম ব্যবসা:

কর্মে খুবই ভালো ফলাফল, কর্ম ক্ষেত্রে ঐশ্বরিক আশীর্বাদ গুরুজন আশীর্বাদ কর্মে সুপ্রতিষ্ঠিতকর্মে নাম, যশ, বৃদ্ধি, সাফল্য। Healing,Medical, গুপ্ত বিদ্যা, Phd, Research, Insurance কর্মে ভালো ফল পাওয়াঅপরপক্ষ তরফ থেকে কর্মক্ষেত্রে স্ট্রেস, উচ্চ পদে টিকে থাকার জন্য সংগ্রাম করা, কর্ম নিয়ে একটু চিন্তিত থাকা, সরকারি উচ্চপদে নিযুক্ত হওয়া

ব্যবসায় দ্রুত গতি বিস্তার, যানবাহন, Two wheeler ব্যবসায় ভালো লাভ, Online ব্যবসায় ভালো লাভ, ব্যবসায় নতুন দৃষ্টিভঙ্গি পথে এগিয়ে যাওয়াপারিবারিক ব্যবসায় ভালো ফলাফল লাভ হওয়া, হঠাৎ ব্যবসায় বাঁধা বা সমস্যা অনুভব, ব্যবসায় adventure, একাই সে পথে এগিয়ে যাওয়া

 

আর্থনৈতিক অবস্থা:

মাসে আর্থিক দিকে ভালো যাবে, পুরনো বিনিয়োগ থেকে লাভ, জ্ঞানমূলক শিক্ষায় আয়, প্রচার মাধ্যমে আয়, হঠাৎ নতুন কর্মে সুযোগ, আর্থিক লাভ, পারিবারিক একাধিক ব্যবসায় ক্ষেত্রগুলিতে আর্থিক লাভ, Travel, Occult কর্মে একের অধিক কাজ দ্রুত গতিতে সম্পূর্ণ করায় আর্থিক লাভনিজের চেষ্টায় এবং গুরুজনদের পরামর্শ অনুযায়ী কর্ম করে আর্থিক লাভ

সৃজনশীল মূলক কর্মে ব্যয়, কৌতুক কারণে fashionable জিনিসে অধিক ব্যয়, অনুগামীদের জন্য ব্যয়, নিজের তৃপ্তি এবং আভিজাত সুখ ভোগের জন্য অতিরিক্ত ব্যয়পারিবারিক খাতে ব্যয়, নিজের ভুল সিদ্ধান্তে কারণে অধিক অর্থ ব্যয়




বৃশ্চিক রাশি

(February, 2023)

 

শরীর ও স্বাস্থ্য:

মাসে মানসিক চাপ বাড়বে, পিতা স্বাস্থ্য হানি, পেটের সমস্যা বাড়বে, ডান দিকে কাঁধে ব্যথা, দুই হাতে তালু, আঙুলে সমস্যা, নাক মুখ নিয়ে অস্বস্তি বোধ, হাঁটুর ব্যথা, গুপ্তাঙ্গের সমস্যাবন্ধু বান্ধবে স্বাস্থ্য নিয়ে চিন্তা, বড় দুর্ঘটনা, পিতা গুরুজনে স্বাস্থ্য ভালো না থাকা, বাতে ব্যথা বাড়বে, পরিবারে ছোট বাচ্চাদের ত্বক সংক্রান্ত রোগের লক্ষণ প্রকাশ পেতে পারে।

 

পরিবার ও বন্ধু-বান্ধব:

এই মাসে পরিবারে সাথে সম্পর্ক ভালোই হবে, পূর্বে সম্পর্কে মধ্যে যে তিক্ততা তা অনেকটাই কমে যাবে, সম্পর্কে মধ্যে শান্তি এবং মধুরতা ফিরে আসবে সন্তানদের সাথে ভালো সম্পর্ক, স্বামী-স্ত্রী উভয়ে কর্ম পরিবার দুই ক্ষেত্রে ভালো বজায় রাখবে, পরিবারে সাথে সুবর্ণ সময় কাটানো

বন্ধুদের সাথে শিক্ষা নিয়ে ছোটখাটো যাত্রা, শিক্ষামূলক বিষয়ে অংশগ্রহণ ভালো জ্ঞান আহরণ, পড়াশুনার জন্য বিদেশ যাত্রা, কথোপকথন করা বন্ধুদের সাথে

 

প্রেম ও কর্মক্ষেত্র:

নতুন সম্পর্কে প্রস্তাব পাওয়া, যা খুবই ভাল থাকবে আগামী দিনে সম্পর্কে ভালো স্থিতি, তবে কিছু সম্পর্কে হঠাৎ বিচ্ছেদ বা ভুল বোঝাবুঝি পরিস্থিতি

কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে সম্পর্কে মন ভেঙে পড়া, একাকীত্ব বোধ, সহকর্মীদের সাথে সংযত আচরণ

 

কর্ম ব্যবসা:

কর্মক্ষেত্রে অধিক সময় কাটানো, বিভিন্ন Import & Export কর্মে সুযোগ আসা কর্মসূত্রে আকাশ পথে ভ্রমণ, ব্যক্তি নিজের ইচ্ছায় নতুন কর্ম শুরু করে প্রতিষ্ঠিত হওয়াগৃহের মধ্যে ছোটখাটো কর্ম শুরু করা, কর্মস্থান পরিবর্তন, হঠাৎ কর্ম চলে যাওয় কোন কাজ শুরু করার কথা চিন্তা করে, অবশ্যই শুরু করলে ভবিষ্যতে ভালো ফলাফল পাওয়া

Traditional ব্যবসায় একাধিক খাতে লাভগৃহ নির্মাণ ব্যবসায়, পশুপালন ব্যবসায়, বাড়ি ভাড়া দেওয়া ব্যবসায় লাভ তবে air, technology, জল খাদ্য সংক্রান্ত ব্যবসায়, travel ব্যবসায় ভালো ফলাফল নাও পাওয়া যেতে পারেব্যবসায় গ্রাহকদের কাছ থেকে একাধিক অভিযোগ, প্রশিক্ষণমূলক মূলক বা জ্ঞানমূলক ফলাফল ভালো হবে না, ব্যবসায় আর্থিক ক্ষতি

 

আর্থনৈতিক অবস্থা:

এই মাসে শিক্ষামূলক বিষয় অর্থ প্রাপ্তি, Banking, loan, share market, investment ক্ষেত্রে আর্থিক লাভখাট বিছানা বিক্রয় লাভ, অংশীদারি ব্যবসায় লাভ, mirror, বাচ্চাদের খেলনার ব্যবসায় আর্থিক লাভ

নিজের স্বপ্নগুলো বাস্তবায়িত করার জন্য ব্যয় বাড়বেপরিবারে মাতা, পিতা, উভয় স্বাস্থ্য ক্ষেত্রে ব্যয়ধার্মিক কাজে ব্যয়, ব্যবসায়ে মায়ের সাহায্য না নিয়ে নিজে ব্যবসা শুরু করে অধিক ব্যয়, সম্পত্তি ক্রয় করায় ব্যয়




ধনু রাশি

(February, 2023)

 

শরীর ও স্বাস্থ্য:

মাসে অধিকতর সময় বিশ্রাম আরোগ্য, মাদকদ্রব্য ব্যবহার না করলে স্বাস্থ্য ভালো যাবেডান পায়ে হাঁটুতে লাগা, বাঁদিকে কাঁধে ব্যথা, কোমরে ওপরে ভাগে ব্যথা, back pain, অস্বস্তি বোধ করা হৃদরোগে আক্রান্তে ডাক্তারি পরামর্শ বিশ্রাম নেওয়া, স্বাস্থ্যে দ্রুত recovery

 

পরিবার ও বন্ধু-বান্ধব:

এই মাসে পরিবারে সাথে খুবই ভালো সম্পর্ক থাকবে মাতা ,পিতা ,গুরুজন ,সন্তান উভয়ের সাথেই ভালো সম্পর্ক থাকবে, পরিবারে সবার সাথে ভালো সময় কাটানো এবং ভাব, ভৌতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করা

বন্ধুদের সাথে ঝগড়া মুলক পরিস্থিতি এমনকি হাতা হাতি পর্যন্ত হওয়া কর্ম নিয়ে ঝামেলা বন্ধুদের সাথে, পাড়ার বন্ধুদের জন্য অপর পক্ষের সাথে লড়াইপ্রতিবেশীর সাথে সন্তানে বিষয় নিয়ে ঝগড়া মূলক পরিস্থিতি, প্রতিবেশী সাথে খারাপ আচরণ

 

প্রেম ও কর্মক্ষেত্র:

প্রেমিক/প্রেমিকার সাথে সম্পর্ক ভালো নয়, মানসিক ভাবে বিপর্যস্ত অনুভব করতে পারেন। সম্পর্কে বিচ্ছেদ কিছু সময়ে জন্য হতে পারে, অধিক বেশি কর্মে মনোযোগ হয়ে যথাযথ সময় না দেওয়া

কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে কথোপকথন থেকে বিরত থাকা.সম্পর্কে মধ্যে ঝোলানো পরিস্থিতি, নিজের উপর focus করা।

 

কর্ম ব্যবসা:

এই মাসে কর্মে যোগাযোগ আসবে, পুরনো কাজগুলি সম্পূর্ণ করে নতুন কাজ শুরু করার পথেকর্মক্ষেত্রে পুরনো অভিজ্ঞতা গুলি share করাcommunication section কাজ বাড়বে, লেখালেখি, হাতের কাজ, কর্ম বাড়বে দৈনন্দিন জীবনে কর্মসংস্থান বৃদ্ধি পাবেNGO, সেবামূলক কর্মে মানুষের সহযোগিতা করাআমদানি রপ্তানি মূলক কর্মে ভালো, কর্মস্থানে struggle বাড়বে

ব্যবসায় অধিক চাপ বাড়বে, কাজ নিয়ে মানসিক চাপ বাড়বে, পরিশ্রম অনুযায়ী ফল না পাওয়া, ব্যবসায় ভুল সিদ্ধান্ত গ্রহণ করায় guilty অনুভব, হঠাৎই ব্যবসায় ক্ষতিপিতার সাথে ব্যবসায় ভালো ফল ধীরগতিতে আর্থিক লাভ

 

আর্থনৈতিক অবস্থা:

মাসে হঠাৎ আয় source বৃদ্ধি, মায়ের কাছ থেকে আর্থিক লাভ, ছোট ভাই, সহকর্মী সহযোগিতা নিজের চেষ্টায় আয় বাড়বে, ধীরে ধীরে আয় বাড়বে

ব্যয়ও বৃদ্ধি পাবে, কোন রকমের স্বচ্ছ ধারণা পাওয়া যাবে না অধিক ব্যয়ে কারণসেবামূলক কর্মে ব্যয়, নতুন কিছু শুরু করা প্রস্তাব দেওয়া ব্যয়স্বাস্থ্য নিয়ে ব্যয় বাড়বে, পরিবার সম্পদ সংক্রান্ত বিষয়ে ব্যয়, দামি বস্ত্র ক্রয় করা ব্যয়




মকর রাশি

(February, 2023)

 

শরীর ও স্বাস্থ্য:

মাসে স্বাস্থ্য খুব ভালোই যাবে, পুরনো রোগ গুলি সেরে ওঠা, ঘরে নতুন সদস্য আগমনের সুখবরমা স্ত্রী স্বাস্থ্য ভালো যাবে, গুরুজন পিতা উভয় স্বাস্থ্য ভালো যাবেএকটু পেট সংক্রান্ত সমস্যা চাপের কারণ আর হৃদয় ব্যথা একটু অনুভব হবে, কিছুটা সময় iceolation থাকা।

 

পরিবার ও বন্ধু-বান্ধব:

এই মাসে পরিবারে সাথে ভালো সম্পর্ক থাকবে, পূর্বে কোন বিষয় নিয়ে মতপার্থক্য দেখা গেলেও সেই মতপার্থক্য দূর হবেসমাজে, পরিবারে নাম প্রশংসনীয়।

এই সময় নতুন নতুন বন্ধু হওয়া, তাদের সাথে ঘুরে বেড়ানো। Medical field এর বন্ধুদের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা, বন্ধুদের সাথে সম্পর্কটা অনেকটা বাঁধা অনুভবপ্রতিবেশীর সাথে তর্ক বিতর্ক মধ্যে জয়ী হওয়া, প্রতিবেশীর সাথে সম্পর্ক গড়ে ওঠা এবং নতুন কোন কর্ম শুরু করা

 

প্রেম ও কর্মক্ষেত্র:

এই মাসে প্রেমিক/প্রেমিকার সাথে সম্পর্ক নিয়ে মানসিক চাপ বাড়বে রাত্রি অনিদ্রা কাটানো, বিভিন্ন বিষয়গুলি নিয়ে অধিক বেশি চিন্তা করে ফেলা যেটি বাস্তবে নয় সম্পর্কটা কোনভাবে জোড়া লাগানোর চেষ্টা, সম্পর্ক পরিণতি পেতে বিলম্ব বাড়ি গুরুজনদের এই সম্পর্কে সম্মতি না পাওয়া

কর্ম ক্ষেত্রে সহকর্মী দের সাথে খুবই ভালো সম্পর্ক থাকবে, সামাজিক স্ট্যাটাস বাড়বে আর্থিক সহযোগিতা, সকলেই দলবদ্ধ ভাবে কাজ করে নেওয়া, তবে কিছু যুবকদের সাথে কর্মক্ষেত্রে মনোমালিন্যতা

 

কর্ম ব্যবসা:

এই মাসে কর্মে অর্থ, নাম, যশ, প্রশংসা সামাজিক স্ট্যাটাস, সব ক্ষেত্রেই ভালো ফলাফল সেলফ প্রফেশনে খুবই ভালো ফলাফল, আর্থিক লাভ, সামাজিক মিলন অনুষ্ঠানে যুক্ত হওয়াযুবকরা কর্ম ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে সমস্যা, কর্মক্ষেত্রে অপরপক্ষ দের কাছ থেকে ক্ষণস্থায়ী শুভাকাঙ্ক্ষী ভাবনাকর্মক্ষেত্রে boss সাথে পরিস্থিতি ভালোভাবে মানিয়ে নিয়ে চলা, কর্ম পরিবার উভয়ের মধ্যে তাল মিলিয়ে চলা

Travel ব্যবসায় ভালো ফলাফল তবে ভুল সিদ্ধান্তে জন্য ব্যবসায় ক্ষতিও হতে পারেব্যবসায়ে মায়ের সহযোগিতা, চিত্রকলা শিল্পে ও হস্তশিল্পে ভালো ফলাফল সময়ের মধ্যে কাজ গুলি পূর্ণ করা, নিজের চেষ্টায় মন পছন্দ ব্যবসা শুরু করা এবং সেখানে ভালো ফলাফল

 

আর্থনৈতিক অবস্থা:

মাসে আয়ের উৎস বাড়বে, আর্থিক শ্রী বৃদ্ধিএকের অধিক ব্যবসা বা কর্ম থেকে আর্থিক লাভ গুপ্ত বিদ্যা, খনিজ, মৃৎশিল্প, অস্ত্র, বস্ত্র থেকে লাভ নিজের চেষ্টায় কর্মে আর্থিক লাভ, প্রশংসা পাওয়া

ব্যয় কম হবে, যাতায়াতে পরিবহনের জন্য খরচা, পরিবার ভাইবোনদের জন্য ব্যয়, এই মাসে ব্যয় কম হবে




কুম্ভ রাশি

(February, 2023)

 

শরীর ও স্বাস্থ্য:

মাসে স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকা, পিতা গুরুজনের স্বাস্থ্য নিয়ে দুঃখ অনুভূতিমুখমণ্ডলের সমস্যা, ডান হাতে আঙুলে সমস্যা, মা বাড়ির মহিলাদের স্বাস্থ্য ভালো হঠাৎ দুর্ঘটনা বা হিংস্র পশুর কামড়ানো, চিকিৎসায় দ্রুত সুস্থ হয়ে ওঠা, মধ্যবয়স্ক মানুষদের পিঠে ব্যথা,পায়ে ব্যাথা বাড়বেচিকিৎসা খাতে অর্থ ব্যয় তা নিয়ে চিন্তা, যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয়ে পড়ে আছে,তাদের মধ্যে হঠাৎই এক পরিবর্তন দেখা যাবে তারা যে কোন পরিস্থিতিতে রোগ থেকে মুক্ত হওয়া জন্য উদ্বিগ্ন হয়ে পড়বে এই সময় অনেকটাই সুস্থ হয়ে উঠবে, স্বাস্থ্যেভালো উন্নতি হতে দেখা যাবে

 

পরিবার ও বন্ধু-বান্ধব:

এই মাসে কর্ম নিয়ে পরিবারে সাথে সম্পর্কে মানসিক চাপ বাড়বেএই পরিস্থিতি অনুকূলে আনার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করা যা ফলস্বরূপ পরিস্থিতি অনেকটাই অনুকূলে থাকবে। কর্ম নিয়ে পরিবারের সাথে মতপার্থক্য, ব্যক্তি পারিবারিক কর্মে না গিয়ে সেলফ প্রফেশনে কর্ম করতে আগ্রহী হতে পারে এবং এই নিয়ে পরিবারের সাথে সম্পর্ক মনোমালিন্য বাড়বে

মাসে বন্ধুদের সাথে কথোপকথন অনেকটাই কমে যাবে, একে অপরে সাথে নিজেদের চিন্তাভাবনা আলোচনা না করাই ভালো, বিশেষ করে শিক্ষামূলক বিষয়ে সূক্ষ্ম বিষয়গুলি বন্ধুদের কাছে আলোচনা না করাই ভালোকিছু ক্ষেত্রে বন্ধুত্বে সম্পর্কে ছিন্ন হওয়া ভুল বোঝাবুঝির কারণ এবং বহিরাগত প্রভাব মাসে প্রতিবেশীর সাথে কথোপকথনেসময় ধৈর্যপূর্বক কথা বললে অনেকটাই ভালো, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রেপ্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো থাকলে খারাপের দিকে, খারাপ থাকলে ভালোর দিকে এগিয়ে যাবে

 

প্রেম ও কর্মক্ষেত্র:

মাসে সম্পর্কে মধ্যে পরিবারে হস্তক্ষেপ অধিক থাকবে, এটা নিয়ে দুই পক্ষে মধ্যে অস্থির পরিবেশ মানসিকভাবে বাঁধা অনুভব, সম্পর্কের মধ্যে একের অধিক ব্যক্তির কথোপকথন যা পরিস্থিতি খারাপের দিকে নিয়ে যাবে পূর্বে কোন কথা গোপন থাকলে এই সময় সে কথা সম্মুখে উঠে আসবে।  

কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে পরিস্থিতি অতটা ভালো থাকবে নাভালো, মন্দ উভয়ের সাথে সঠিকভাবে পরিচালিত হতে বাঁধাসহকর্মীদের আসল উদ্দেশ্য পূর্বে অবগত হাওয়া

 

কর্ম ব্যবসা:

মাসে নতুন বা একের অধিক কর্মে যোগাযোগ আসাকর্মক্ষেত্রে পদোন্নতি, আর্থিক লাভ, হঠাৎ কর্মে নিয়োগ ভালো পদে, কর্মসূত্রে পরিবারে সকলকে নিয়ে যাত্রানিজেকে কর্মেমধ্যে অতিরিক্ত না বেঁধে পরিবার সবার মতন জীবনটাকে উপভোগ করা. পূর্বে একটি কর্মে নিযুক্ত হওয়া পর বর্তমানে সে কর্মে কে ফাঁদ মনে হওয়াশিক্ষামূলক কর্মে ঠিকমতো আলোকপাত না হওয়া, দৈনন্দিন জীবনে কর্মে ভালো ফলাফল

অংশীদারী ব্যবসায় ভালো, ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম, যশ,বৃদ্ধিটাকা ধার দেওয়া. ব্যবসায় খাতে loan approval হয়ে যাওয়া সিমেন্ট, লোহা ব্যবসালাভ যানবাহন, চাষ, ফুলের ব্যবসায় ভালো লাভব্যবসায়িক নাম প্রশংসনীয়, ব্যবসায় অধিক ইনভেসমেন্টে যত রূপ ফল না পাওয়ায় একটু চিন্তানিজের মন পছন্দ ব্যবসা শুরু করায়, আশেপাশে ব্যক্তিদের কাছে থেকে ভিন্ন ভিন্ন মতামতব্যবসায় পরিকল্পনায় নতুন কিছু পরিবর্তনব্যবসা করলে আগামী দিনে ভালো লাভ হবে বিষয়ে নিজেই অবগত

 

আর্থনৈতিক অবস্থা:

মাসে আয় উৎস পরিবর্তনব্যবসা, সেলফ প্রফেশন আয় বৃদ্ধি পাবে বিভিন্ন সৃজনশীল মুলক বিষয়ে আয় বৃদ্ধি, ভবিতব্য বা পূর্বে ঘটনাগুলি বলতে পারা ব্যক্তিদের এই সময় আর্থিক লাভ কম্পিউটার, লেখালেখি, প্রিন্ট, প্রচার, মিডিয়া ইত্যাদি ক্ষেত্রগুলিতে আয় বাড়বেকর্মক্ষেত্র গুলিতে শেয়ার মার্কেটে আর্থিক লাভ

চিকিৎসায় অপারেশনে জন্য ব্যয়, কর্মক্ষেত্রে স্ট্যাটাস বজায় রাখায় ব্যয়, কিছু গোপন সম্পদ ক্রয়ে জন্য অর্থ ব্যয়নিজের স্বেচ্ছাধীন স্বভাব এবং বন্ধন মুক্ত থাকা জন্য ট্রাভেল যোগাযোগে অতিরিক্ত ব্যয়




মীন রাশি

(February, 2023)

 

শরীর ও স্বাস্থ্য:

এই মাসে স্বাস্থ্য খুবই ভালো থাকবেপুরনো রোগগুলি থেকে দ্রুত সুস্থতানিজের, পরিবার, ভাই, বোন সবার স্বাস্থ্য ভালো কোমরে ব্যথা কমবে, স্বাস্থ্য ভালো থাকায় ভালোভাবে সময়টা উপভোগ করা

 

পরিবার ও বন্ধু-বান্ধব:

এই মাসে পরিবারে সাথে সম্পর্ক ভালো থাকবে, পরিবারে সাথে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান, আনন্দ, উৎসাহ, ভালো সময় কাটানো মাকে উপহার দেওয়া, পরিবারে সাথে সম্পর্কে খারাপ থেকে ভালো দিকে যাওয়া

বন্ধুদের সাথে সম্পর্ক ভালো থাকবে, পিতার অতিরিক্ত নিয়মকানুন মেনে চলার আচরন নিয়ে বন্ধুদের সাথে কথা বলাঘুরতে যেতে চাইলে পিতা অনুমতি না দেওয়া মনে ইচ্ছা বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া তাই সব রকম বাধা ছিন্ন করে ঘুরতে যাবেপ্রতিবেশীর সাথে দান ধ্যানমূলক কর্মে যুক্ত হওয়াকোন বিষয়ে হঠকারী না বলে পরিস্থিতি দেখে শুনে কথা বলা

 

প্রেম ও কর্মক্ষেত্র:

বর্তমানে সম্পর্কে মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি পরিস্থিতি থাকলেও, মাসে সম্পর্ক মধুরতাএকে অপরে প্রতি মনের ভাব ব্যক্ত করা, ঘুরতে যাওয়া এবং ভালো সময় কাটানো

সহকর্মীদের সাথে খুবই ভালো সম্পর্ক থাকবে, কর্মীদের মধ্যে প্রমোশন নিয়ে উৎসাহ, কর্মীদের সাথে বন্ধুত্বের ভাব

 

কর্ম ব্যবসা:

মাসে কর্মে পরিবর্তন, নতুন কর্ম শুরু করার পরিকল্পনাপূর্বে অভিজ্ঞতা কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে শান্তি অনুভূতি, দৈনন্দিন জীবনে কর্ম ভালোকর্ম পরিবর্তন নিয়ে আশেপাশে মানুষের ভিন্ন ভিন্ন মত, পরিবারে কথা মত কর্ম না করে নিজের মন পছন্দ কর্ম করা

পৈত্রিক ব্যবসায় লাভ, নতুন ব্যবসা শুরু করা, অংশীদারি ব্যবসায় ভালো ফলাফলব্যবসা নিয়ে মানসিক চাপ বাড়বে, পিতার দেখানো পথেই এগিয়ে যাওয়া, পরিস্থিতি হিসেবে সময়ে সাথে এগিয়ে যাওয়া

 

আর্থনৈতিক অবস্থা:

এই মাসে আয় ভালো থাকবে না, অর্থ নিয়ে সমস্যা মায়ের কাছ থেকে অর্থ না পাওয়া, অপর ব্যক্তি কাছ থেকে টাকা না পাওয়া, মানসিক চাপ বাড়বেতবে আয়ের উৎস জন্য লেগে পড়া, হঠাৎই সামনের দিক থেকে আর্থিক সাহায্য পাওয়া

এই মাসে ব্যয় বাড়বে, তার হিসাব ঠিক করে বুঝে উঠতে না পারাভ্রমণ ব্যবসায় অর্থ ব্যয়. control nature জন্য ব্যয়, ভুল খাতে অর্থ ব্যয়, অপর ব্যক্তিদের জন্যপরিবারে অনুষ্ঠানে অর্থ ব্যয়



🌻✍️©শুভলক্ষ্মী (Tarot Reader) Principle of Mritunjay Institute of Vedic Astrology (MIVA)🌻

🌻Contact : 8345986619 / 7679938363 🌻

☘️ সৎ পথে চলার চেষ্টা করবেন, সৎ হয়ে থাকবেন এবং সদা সৎকে গ্রহণ করবেন ☘️

Chat Now