Almanacastro Monthly Horoscope January 2023

Almanacastro Monthly Horoscope January 2023

মেষ রাশি (January 2023)

স্বাস্থ্য: ঠান্ডা, সর্দি ,কাশি,ঘাড়ে ব্যথা| উদরে উপরে অংশে ব্যাথা| হাতের আঙুলে আঘাত| বাঁ পা মচকে যাওয়া| পরিবারে মা স্বাস্থ্য নিয়ে চিন্তা| চিকিৎসায় অর্থব্যয় মানসিক চাপ বাড়বে|

সম্পর্ক: পরিবারে সাথে সম্পর্ক ভালোই যাবে ছোট্ট অনুষ্ঠানে যোগদান এবং দান করা| আর্থিক সহযোগিতা পাওয়া| প্রতিবেশীর সাথে সম্পর্কে মানসিক ক্ষতি অনুভব |হঠাৎ দুর্ঘটনা ঘটা| বন্ধুদের সাথে কথাবার্তা ভালো হওয়া, পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ| গোপনে বন্ধুর ওপর নজর রাখা| মনের কথাগুলি বন্ধুর কাছ থেকে গোপন রাখা| প্রিয়জনদের সাথে সু সম্পর্ক| প্রেমের নতুন প্রস্তাব দেওয়া| বিবাহ বিষয়ে কথা এগিয়ে যাওয়া|

কর্ম: কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পাবে, অতিরিক্ত সময় কর্মে দেওয়া, কর্মে নতুন সুযোগ আসা, পূর্বে অসম্পূর্ণ কাজগুলি সম্পূর্ণ করা| কর্মক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার পরিস্থিতি|

ব্যবসা: ব্যবসায় গ্রাহকে সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠা, ব্যবসায় লাভবান, নাম যশ ,বৃদ্ধি পায়| হঠাৎ ব্যবসায় প্রগ্রেসে স্তব্ধ অনুভব করা| পূর্বের কাজগুলি বিশ্রী অভিজ্ঞতা স্মরণ ও বর্তমান পরিস্থিতি নিয়ে ভাবা| ব্যবসা আর্থিক লাভ হওয়া|

অর্থ: আয়ের উৎস বৃদ্ধি পাবে, প্রশিক্ষণমূলক কর্মে অর্থ বিনিয়োগ,নিজের চেষ্টায় আর্থিক সচ্ছলতা বৃদ্ধি| তবে অর্থ নিয়ে চিন্তা বাড়বে|

ব্যয়: ব্যয় বাড়বে, চিকিৎসা ক্ষেত্রে ব্যয়, একের অধিক জিনিসে বিনিয়োগ, হঠাৎই খরচ বৃদ্ধি পাবে| বিনিয়োগের বিষয়ে ভেবেচিন্তে কাজ করাই উচিত|

 

বৃষ রাশি (January 2023)

স্বাস্থ্য: স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে, মাথা যন্ত্রণা, হাঁটুর সমস্যা, গ্রীবা ও বাহুদ্বয়ের ব্যথা|কফের সমস্যা|

সম্পর্ক: পরিবারের সাথে খুব ভালো সময় কাটানো, মায়ের সাথে| বন্ধুদের সাথে সম্পর্ক ভুল বোঝাবুঝি| কোনটা ভালো হবে! প্রেমিক/প্রেমিকার সাথে সম্পর্ক সুমধুর, উপহার দেওয়া, পরিবারের সাথে সাক্ষাৎ|

কর্ম: কর্মে সফলতা, আর্থিক উন্নতি, কর্ম ক্ষেত্রে সহকর্মীদের সাথে ঝগড়া মূলক পরিস্থিতি| এবং নতুন কর্মের দিকে মনোযোগ|

ব্যবসা: ব্যবসায় দ্রুত চিন্তাভাবনায় পরিবর্তন, অল্প সময়ের মধ্যে অধিক বেশি কাজ করা মনোভাবনা যা সমস্যায় ফেলতে পারে| ব্যবসায় যথাযথ লাভ না পাওয়া| এরই মধ্যে আশার আলো দেখা| সৃজনশীল মুলক কর্মে প্রশংসা পাওয়া|

অর্থ: এ মাসে অভাবনীয় অর্থ আগমন, বুদ্ধির দারা সেই অর্থ সঠিক ব্যবহার| অর্থ নিয়ে রাত্রে ঘুম উড়ানো, নিজেকে কোথাও না কোথাও শর্ত-নিয়মাবলীর মধ্যে বেঁধে রাখা|

ব্যয়: নতুন কোন কর্মে বিনিয়োগের কথা ভাবা| পারিবারিক কাজে অধিক ব্যয়|


মিথুন রাশি (January 2023)

স্বাস্থ্য: স্বাস্থ্যের দিকে খুবই ভালো সময়| পূর্বে রোগগুলি থেকে সুস্থ হওয়া| পিতা স্বাস্থ্যের উন্নতি। অসুস্থতার মধ্যেও মনোবল বৃদ্ধি। ভুল চিকিৎসা ধরা পড়া। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা। 

সম্পর্ক: পরিবারের সাথে সম্পর্কে ভুল বোঝাবুঝি, মানসিক ক্ষতি অনুভব করা, পত্নীর সাথে মনোমালিন্যতা| প্রিয়জনের সাথে ভালো সময় উপভোগ করা একে অপরের প্রতি ভাবনা ব্যক্ত করা| এবং বিবাহে প্রস্তাব দেওয়া| বন্ধুদের সাথে তর্ক-বিতর্ক, ঝগড়া পরিস্থিতি, সম্পর্ক ঠিক হতে বিলম্ব|

কর্ম: কর্মের নতুন সুযোগ আসা, কর্মক্ষেত্রে নাম, যশ, বৃদ্ধি পাওয়া| সিদ্ধান্ত নেওয়ায় একটু সমস্যা সম্মুখীন হওয়া|

ব্যবসা: ব্যবসায় আর্থিক লাভ, পূর্বের ক্ষতি গুলি অনেকটাই ক্ষতিপূরণ হয়ে যাওয়া| ব্যবসায় বৃদ্ধির জন্য নতুন প্রস্তাব পাওয়া| একাধিক ক্ষেত্রে ব্যবসার শ্রীবৃদ্ধি|

অর্থ: নিজের চেষ্টায় ও পরিবারের সহযোগিতায় অর্থ উপার্জন| স্বপ্নগুলো বাস্তবায়িত করা| পরামর্শের দ্বারা অর্থ উপার্জন|

ব্যয়: নিজের স্বপ্নগুলো বাস্তবায়িত রূপ দেওয়া ব্যয় করা, হঠাৎ দুর্ঘটনা ব্যয়|

 

কর্কট রাশি (January 2023)

স্বাস্থ্য: হঠাৎ মানসিক চাপ বৃদ্ধি পাবে, মাথা যন্ত্রণা (মাইগ্রেনে) সমস্যা| ওপর থেকে পড়ে হাতে ও কোমরে লাগা, স্বাস্থ্যে তৎক্ষণিক খারাপ পরিবর্তন| দীর্ঘদিনের রোগ থেকে মুক্ত পাওয়া| চিকিৎসা সঠিক নিয়ম পালন না করা|

সম্পর্ক: পরিবারের সাথে সম্পর্ক অতটা ভালো না| প্রেমিক/প্রেমিকার সাথে সম্পর্ক ভালো থাকবে না| বন্ধুদের সাথে সম্পর্ক অতটা ভালো না| কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক|

কর্ম: কর্মে ভালো প্রসিদ্ধ হাওয়া, কর্ম ক্ষেত্রে ভ্রমণ| কর্মক্ষেত্র সুসম্পর্ক ,কর্ম নিয়ে অধিক মানসিক চিন্তায় ভোগা| কর্ম হতে বিলম্ব হওয়া|

ব্যবসা: ব্যবসায় আশারূপ ফল পাওয়ার জন্য অধিক পরিশ্রম করা এবং  সফলতা পাওয়া| তবে একটি সময়ে একটি কাজ করাই ভালো ,একের অধিক করলে সমস্যা বাড়ে| নিজের মন মত কাজে এগিয়ে যাওয়া|

অর্থ: অর্থ লাভ হওয়া, হঠাৎ আত্মীয়দের কাছ থেকে প্রাপ্তি| সমাজে নাম ,যশ , প্রশংসা বজায় রাখতে গিয়ে অর্থনীয় ভাবে অধিক বেশি চাপে থাকা|

ব্যয়: নিজের জন্য নিজের ভোগবিলাসে অধিক ব্যয়, পরিবারের শুভ অনুষ্ঠানে ব্যয়| পারিবারিক ভ্রমনে ব্যয়|


সিংহ রাশি (January 2023)

স্বাস্থ্য: পরিবারে পিতা স্বাস্থ্যের উন্নতি| পূর্বের সাথে বর্তমানে স্বাস্থ্য নিয়ে তুলনামূলক ভাবা| মানসিকভাবে শান্তির অনুভূতি| যথাযথ স্বাস্থ্য সম্পর্কে অবগত| আগুনে হাত পুড়ে যাওয়া|

সম্পর্ক: পরিবারের সাথে সম্পর্কে মনোমালিন্যতা বাড়বে| প্রেমিক/প্রেমিকার সাথেও সম্পর্কে অবনতি| বন্ধুদের সাথে সংঘর্ষ| প্রতিবেশীর সাথে কথা কাটাকাটি|

কর্ম: কর্মে খুব ধীর গতিতে উন্নতি| কাজগুলি  স্থগিত না রাখাই ভালো| কর্মে অধিক চাপ| সময়ের সাথে কর্ম সম্পাদনে বিঘ্ন হওয়া|

ব্যবসা: অনলাইন পদ্ধতিতে ব্যবসা অগ্রসর| গুরুজনে পরামর্শে পথে এগিয়ে যাওয়া| কিছুটা হলেও সমস্যা উদ্ভব হওয়া|

অর্থ: অর্থ নিয়ে অনেকটাই চিন্তা মধ্যে থাকা, হঠাৎই অর্থের আগমন|

ব্যয়: হঠাৎ স্বাস্থ্য ক্ষেত্রে ব্যয়, পরিবার ও প্রেমিক/প্রেমিকার সাথে ভ্রমণে ব্যয়|

 

কন্যা রাশি (January 2023)

স্বাস্থ্য: নিজের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকা| বাঁ পায়ে হাঁটু সমস্যা বাড়বে| ডান হাতে কব্জি সংযোগস্থল ব্যাথা জোরালো হবে| পরিবারে মহিলাদের স্বাস্থ্য নিয়ে চিন্তা, বিশেষ করে গর্ভবতী মা দের নিয়ে|

সম্পর্ক: পরিবারের সাথে সম্পর্ক ভালো হওয়া, গুরুজনদের সাথে ভালো সময় কাটানো| আবার বয়োজ্যেষ্ঠ  কোন একটা কথা নিয়ে অধিক চিন্তা করা| প্রেমিক/প্রেমিকার সাথে সম্পর্কে গোপনীয়তা রাখা| বন্ধুদের সাথে যুক্তিপূর্ণ বিষয় আলোচনা| প্রতিবেশীর সাথে সম্পর্কে অবনতি|

কর্ম: নিজের অদম্য চেষ্টাই কর্মক্ষেত্রে সফলতা নিয়ে আসতে পারে| নিজের মধ্যে সৃজনশীল গুণগুলি প্রকাশ ঘটানো| অপর ব্যক্তি  ভালোর জন্য কর্ম করা|

ব্যবসা: পূর্বের ঘটনাগুলি ভুলে গিয়ে ব্যবসা ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি করা| ব্যবসায় সফলতা পাওয়া|

অর্থ: আর্থিক উন্নতির বা অর্থ আগমনের পথ বৃদ্ধি পাওয়া| অংশীদারি ব্যবসা (পার্টনারশিপ) ব্যবসায় আর্থিক বৃদ্ধি| আর্থিক সচ্ছলতা| নতুন কর্মে অর্থ বিনিয়োগ|

ব্যয়: গোপনে সঞ্চিত অর্থ ব্যয় করা| কিছু খারাপ অভ্যাসে জন্য ব্যয় করা|

 

তুলা রাশি (January 2023)

স্বাস্থ্য: স্বাস্থ্য খুবই ভালো যাবে| রোগ থেকে মুক্তি| সুস্বাস্থ্যের অধিকারী হওয়া| আনন্দ করা| কিছুটা মানসিক সমস্যা থাকলো বিশ্বাস থাকা খুব শীঘ্রই সুস্থ হয়ে ওঠা|

সম্পর্ক: পরিবারের সাথে খুবই আনন্দময় সময় উপভোগ করা| প্রেমিক/প্রেমিকার সাথে কিছু কথা নিয়ে অধিক চিন্তা থাকা| বন্ধুদের সাথে উৎসের সাথে সময় কাটানো| প্রতিবেশীর সাথে ধীরে ধীরে সম্পর্কে স্বাভাবিক অবস্থায় ফিরে আসা|

কর্ম: কর্ম নিয়ে দুঃখী ও চিন্তা ভাব থাকা| হঠাৎই কর্ম লাভ| তবে পরিস্থিতি অনুসারে তালমিল বসাতে একটু সমস্যার সম্মুখীন হওয়া|

ব্যবসা: ব্যবসায় বিভিন্ন রকম বাধা অতিক্রম করে সফল হওয়া| পারিবারিক ব্যবসায় বৃদ্ধি| যোগাযোগ সংক্রান্ত ব্যবসা বৃদ্ধি| ব্যবসায় সফলতা লাভে শান্তি অনুভব|

অর্থ: অর্থ নিয়ে চিন্তিত থাকা, অধিক অর্থের ব্যয়, তবে পরিস্থিতি অনুযায়ী সঠিক সময় অর্থে আগমন|

ব্যয়: হঠাৎ আর্থিক ব্যয় বেড়ে যাওয়া| আর্থিক ক্ষতি, সংঘর্ষে পরিস্থিতি উদ্ভব, পরামর্শ দ্বারা পরিস্থিতি নিয়ন্ত্রণ|

 

বৃশ্চিক রাশি (January 2023)

স্বাস্থ্য: স্বাস্থ্যে পজেটিভ পরিবর্তন, ডাক্তারের পরামর্শ সঠিকভাবে পালন করে সুস্থ হয়ে ওঠা| হৃদয় সংক্রান্ত সমস্যা, গলা সমস্যা বাড়বে, তবে পরিস্থিতি অনুকূলেই থাকবে|

সম্পর্ক: পরিবারের সাথে ভালো সময় কাটানো, মায়ের সাথে ভাবগুলি শেয়ার করা| পরিবারে নাম খ্যাতি হওয়া| বন্ধুদের সাথে নতুন কোন শিক্ষনীয় বিষয়ে অধ্যায়নের পদ্ধতি তৈরি করা| প্রেমিক/প্রেমিকার সাথে সম্পর্ক  অস্পষ্টতা থাকা| প্রতিবেশীর সাথে সম্পর্কে পরিবর্তন|

কর্ম: কর্মে অধিক চাপ বৃদ্ধি পাওয়া হঠাৎ, যা স্বাস্থ্য পক্ষে ভালো নয়| সিদ্ধান্ত নেওয়া দ্বিধাগ্রস্থ হওয়া| নিজের কোন কাজের মধ্যে অতিরিক্ত জড়িয়ে পড়া, অস্থির বোধ করা|

ব্যবসা: পারিবারিক ব্যবসায় যোগদান,ব্যবসায়ে ঘাটতি দেখা, অংশীদারী (পার্টনারশিপ) ব্যবসায় বিশ্বাস ঘাতকতা হওয়া সম্ভাবনা| মায়ের পরামর্শ নিয়ে ব্যবসা করলে উন্নতি|

অর্থ: আর্থিক দিকে ভালো ফলাফল লাভ না হওয়া| ব্যবসায় লোকসান |

ব্যয়: আনন্দ উপভোগে ব্যয়, নতুন গাড়ি ক্রয় ব্যয়, স্থান পরিবর্তনে ব্যয়,

 

ধনু রাশি (January 2023)

স্বাস্থ্য: সুস্বাস্থ্যের অধিকারী হওয়া| মানসিকভাবেও ভালো থাকা, গোড়ালি ব্যথা,কুনয়ে আঘাত লাগা|মাথা ও পিঠের ব্যথা বাড়বে| চোখে আঘাত | নাকে সমস্যা হওয়া|

সম্পর্ক: পরিবারে গরুজনদের সাথে ভালো সময় কাটানো| মায়ের সাথে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা | প্রেমিক/প্রেমিকাকে নিয়ে অধিক বেশি ভাবা| বন্ধুদের সাথে অনলাইনে অধিক সময় কাটানো| প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠা ও কথাবার্তা খুব ভালো|

কর্ম: কর্মে সুখবর পাওয়া, নতুন কর্ম খোঁজে বেরিয়ে পড়া| নার্সিং ও হিলিংকর্মে প্রশংসা পাওয়া| কর্মে হঠাৎ উন্নতি  বা প্রমোশন|

ব্যবসা: অংশীদারী (পার্টনারশিপ) ব্যবসা খুব ভালো ফল লাভ| ব্যবসা বিস্তারের বিষয়ে পরিবারে সাথে কথা বলা| ব্যবসা ক্ষেত্রে সংঘর্ষ বৃদ্ধি পাওয়া পজিশন টিকিয়ে রাখা| জল, মেডিসিন, খেলার সামগ্রী, খাদ্য ব্যবসায় ভালো লাভ|

অর্থ: আর্থিক বিষয়ে সুযোগ আসা, সম্পদ ক্রয় করা,পিতার কাছ থেকে আর্থিক সাহায্য পাওয়া| অর্থ নিয়ে সমস্যা সম্মুখীন হওয়া| বিশ্বাস থাকা যে পরিস্থিতি স্বাভাবিক থাকবে|

ব্যয়: ব্যয় বৃদ্ধি পাবে| অন্যায় মূলক কর্ম অর্থ ব্যয়|

 

মকর রাশি (January 2023)

স্বাস্থ্য: পেটের সমস্যা বাড়বে, ব্লাড প্রেসার সমস্যা| কানের সমস্যা দেখা যাবে| সিঁড়ি থেকে পড়ে পায়ে আঘাত লাগা| বুকের উপরিভাগে ব্যথা, খুব শীঘ্রই সুস্থ হয়ে ওঠা| সুস্থ হওয়া জন্য লড়ার প্রবণতা  দেখা যাবে|

সম্পর্ক: নতুন দৃষ্টিভঙ্গি প্রকাশ পরিবারের সাথে সম্পর্কে বিষয়| পরিস্থিতি হিসেবে বোঝাপড়া বা আপস করে এগিয়ে চলা| বাচ্চা/বৃদ্ধ উভয়ের সাথে তালে তাল মিলিয়ে এগিয়ে চলা| প্রেম বা ভালোবাসায় বিচ্ছেদ হতে পারে | বন্ধুদের সাথে সম্পর্কে কিছুটা ভালো হওয়া, তবে প্রতিটি বিষয়ে বন্ধু দ্বারা পরিচালিত হওয়া যা অনেকটা বোঝা মনে হবে| প্রতিবেশীর সাথে কথোপকথন ভালো|

কর্ম: কর্মে নতুন খবর/সুযোগ পাওয়া, আর্থিক সমৃদ্ধি| একাউন্টান্স, বস্ত্র, হস্তশিল্পে কর্মের সুযোগ| কর্ম বিস্তার নিয়ে চিন্তা| পরিস্থিতি অনুযায়ী যথাযথ যোগ্যতা থাকা সত্ত্বেও সেরূপ সম্মান না পাওয়া|

ব্যবসা: ব্যবসায় অভাবনীয় সিদ্ধান্ত গ্রহণ করা, যার ফল স্বরূপ ব্যবসায় প্রতিষ্ঠা, আর্থিক উন্নতি| সফলতা পাওয়া ও ব্যবসা নিজের দায়িত্ব নিষ্ঠা সহ পালন করা|

অর্থ: আর্থিক দিকে খুবই ভালো, পারিবারিক ব্যবসায় লাভ, নিজ ব্যবসায় সফলতা আর্থিক লাভ| তবুও অর্থ নিয়ে দুঃখী থাকা|

ব্যয়: অপ্রত্যাশিত ভাবে অর্থ আগমনে সাথে সাথে অপ্রত্যাশিত ভাবে ব্যায় ও হবে|

 

কুম্ভ রাশি (January 2023)

স্বাস্থ্য: অধিক বেশি চাপ বা চিন্তায় থাকা, ত্বকের সমস্যা ,দুর্ঘটনা ঘটা| মানসিক চাপ ও ক্ষতস্থান ঠিক হওয়ার বদলে আরো বেশি জটিল পরিস্থিতি ধারণ করতে পারে| আগুন দ্বারা মুখমণ্ডলে ক্ষতি| বাঁ পায়ের আঙ্গুলে নিম্নভাগে আঘাত লাগা|

সম্পর্ক: মাতা, পিতা, স্বামী, স্ত্রীর সাথে ভালো সম্পর্ক থাকবে| প্রেমিক/প্রেমিকার সাথে ছোটখাটো ভ্রমণে যাওয়া| বন্ধুদের সাথে আনন্দ উল্লাস সময় কাটানো, ঘোড়ার পিঠের চাপা| কর্মক্ষেত্রে সহ কর্মীদের সাথে তৃতীয় ব্যক্তি চালাকির জন্য সম্পর্কে ভাঙ্গন|

কর্ম: কর্মে নতুন অভিযানের পথে এগিয়ে চলা, সব রকম পরিস্থিতি উপেক্ষা করে, কর্মে প্রতিষ্ঠা লাভ| কর্মক্ষেত্রে বসের সাথে মনোমালিন্যতা যা বসের 'নিয়ন্ত্রণ করা' অভ্যাসের জন্য|

ব্যবসা: ব্যবসা সুনাম বৃদ্ধি, ব্যবসায়ী কর্মে মধ্যে আনন্দ উপভোগ করা| ব্যবসায় সব কাজগুলি সম্পূর্ণ হয়ে যাওয়া| তবে ব্যবসা নিয়ে একটু চাপে থাকা|

অর্থ: অর্থ নিয়ে একটু চিন্তা প্রকাশ করা, আর্থিক পরিস্থিতিতে ভারসাম্য আনার চেষ্টা করা| মানসিকভাবে দ্বিধাগ্রস্ত হয়ে পড়া| নতুন কোন কর্ম ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করে ফেলা আগে পিছে কোনরকম ভাবনা না করে|

ব্যয়: ব্যয় বৃদ্ধি পাবে, পারিবারিক স্ট্যাটাস বজায় রাখার বিষয়ে| নিজের শিক্ষা এবং কর্ম ক্ষেত্রে অর্থ ব্যয়|

 

মীন রাশি (January 2023)

স্বাস্থ্য: সুস্বাস্থ্যের অধিকারী হওয়া, স্বামী-স্ত্রীর উভয় স্বাস্থ্য নিয়ে  চিন্তা |হঠাৎ কোমর থেকে হাঁটু পর্যন্ত ব্যথা| কলেরা ও টাইফয়েড| অভ্যন্তরীণ শারীরিক অসুস্থতার লক্ষণ প্রকাশ পাওয়া|

সম্পর্ক: পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন হওয়া, মায়ের সাথে সম্পর্ক হঠাৎ তিক্ততা বৃদ্ধি| প্রেমিক/প্রেমিকার সাথে সম্পর্ক অনেকটা বাঁধা ভাব অনুভব করা, স্বতন্ত্রীয়ভাবে ভাব প্রকাশ করা থেকে বিরত থাকা| বন্ধুর সাথে বর্তমান পরিস্থিতির ও পূর্বে আনন্দময় সম্পর্কে কথা স্মরণ করা| কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে দলবদ্ধভাবে কাজ করা|

কর্ম: কর্ম নিয়ে চিন্তা বাড়বে, হঠাৎই কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মে সফলতা পেতে বিলম্ব| বাড়ি থেকে বহুদূরে কর্মে নিয়োগ হওয়া, কর্ম নিয়ে অধিক বেশি ব্যস্ত থাকা| দুটি কর্মে মধ্যে কোন কর্মটি  ভালো হবে তা নিয়ে দ্বিধাগ্রস্ত হওয়া|

ব্যবসা: ব্যবসায় নাম যশ ও আর্থিক লাভ| ভাই বোনদের সাথে  অংশীদারি ব্যবসায় ভালো লাভ | বিভিন্ন রকম অনুষ্ঠান, ফুলের ব্যবসায় লাভ|

অর্থ: আর্থিক দিকে খুবই লাভ, নতুন কর্ম শুরু থেকে আর্থিক লাভ, Call বা Message দ্বারা আর্থিক সুসংবাদ পাওয়া| আর্থিক শ্রীবৃদ্ধি| অর্থের প্রাপ্তি|

ব্যয়: সম্পত্তি ক্রয়, বিভিন্ন দামী জিনিস ক্রয়, ব্যায়ে ভারসাম্য বজায় থাকবে|


🌻✍️©শুভলক্ষ্মী (Tarot Reader) Principle of Mritunjay Institute of Vedic Astrology (MIVA)🌻

🌻Contact : 8345986619 / 7679938363 🌻

☘️ সৎ পথে চলার চেষ্টা করবেন, সৎ হয়ে থাকবেন এবং সদা সৎকে গ্রহণ করবেন ☘️

Chat Now