Almanacastro Monthly Horoscope March 2023

Almanacastro Monthly Horoscope March 2023

মেষ রাশির

(March, 2023)

স্বাস্থ্য: এই মাসে স্বাস্থ্য অনেকটাই আগের তুলনায় ভালো থাকবে। মাথাব্যথা, miracle ভাবে স্বাস্থ্যের উন্নতি।


সম্পর্ক: পরিবারের সাথে ভালো সম্পর্ক, তিক্ততা বন্ধন ছিন্ন করে এগিয়ে যাওয়া। 


কর্ম: কর্মে ভালো ফল পাওয়া, কর্মস্থানে প্রশংসা, দামি উপহার পাওয়া, বুদ্ধির সঠিক প্রয়োগ। 


অর্থ: আয়ে ভালো ফলাফল লাভ না পাওয়া। ব্যয় বাড়বে, পরিবারে পিতার স্বাস্থ্য নিয়ে চিন্তা এবং স্বাস্থ্য ব্যয়। এই মাসে পরিস্থিতি হিসাবে courage এগিয়ে যেতে হবে। 



বৃষ রাশি

(March, 2023)

স্বাস্থ্য: এই মাসে স্বাস্থ্য খুবই ভালো থাকবে। গলার সমস্যাটা কমে যাবে, পিতা স্বাস্থ্য ভালো থাকবে, স্ত্রী স্বাস্থ্য ভালো থাকবে। 


সম্পর্ক: পরিবারের সাথে সম্পর্ক ধীরে ধীরে ভালোর দিকে এগিয়ে যাওয়া, ভাই বোনদের সাথে সম্পর্ক খুবই ভালো। প্রেমিক-প্রেমিকাদের সাথে মনের কথা প্রকাশ করা, তাদের সাথে শান্তিপূর্ণ সময় কাটানো। 


কর্ম: কর্মস্থানের খুবই ভালো ফল পাওয়া, কর্মে প্রমোশন। নতুন কর্ম শুরু করা এবং তাতে প্রসিদ্ধ হওয়া, কর্মজীবনে ভালো দক্ষতা দেখানো। এই পুরো মাসেই কর্ম নিয়ে অধিক ব্যস্ত থাকা ও নতুন নতুন creative ভাবনা আশা ও তার ওপর কাজ করা। ব্যবসায় আর্থিক লাভ, ব্যবসায়িক নাম প্রসিদ্ধ হওয়া, cosmetic, সোনা ও মূল্যবান রত্নের ব্যবসায় ভালো লাভ। 


অর্থ: আর্থিক দিক ভালো তবে তার তুলনায় ব্যয়টা অধিক হবে এই মাসে, নতুন বাড়ি ও গাড়ি ক্রয় করা, জমি ক্রয় করায় ব্যয় হওয়ার সম্ভাবনা।



মিথুন রাশি

(March, 2023)

স্বাস্থ্য: এ মাসে স্বাস্থ্য নিয়ে একটু মানসিক চাপ বাড়বে। মুখে মাড়ি ও তালুর সমস্যা, নাকে ওপর ভাগে ত্বকে সমস্যা।


সম্পর্ক: এ মাসে নিজের সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠা, জীবনটাকে ভালোভাবে উপভোগ করা, শান্তির অনুভূতি তৃপ্তিবোধ। পরিবারে সাথে খুব খুব ভালো সময় ও সম্পর্ক ভাল থাকবে। গৃহে মহিলাদের কর্মের প্রশংসা করা। প্রেমিক-প্রেমিকার মধ্যে নিজের ভাব খুঁজে পাওয়া। 


কর্ম: কর্মক্ষেত্রে সমস্যা সমাধানের জন্য নিজে অন্তর মনের কথা শুনে সেই পথে চলা, কর্মস্থানে অপর ব্যক্তিদের সাথে কথোপকথনে মাধ্যমে খুব সহজে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। ব্যবসায় খুবই ভালো লাভ। দৈনন্দিন সামগ্রীর ব্যবসায় ভালো লাভ। ঔষধ, ফুল,অংশীদারী ব্যবসা, online ব্যবসায় ভালো লাভ। 


অর্থ: এ মাসে আর্থিক আর্থিক পরিস্থিতি খুব ভালোই থাকবে, প্রয়োজন মত অর্থ যথাসময়ে পেয়ে যাওয়া। বিভিন্ন রকম কাজে ব্যয় হবে যার হিসাব ঠিকমতো থাকবে না এবং ঠিকমতো পরিস্থিতি বুঝে উঠতে না পারা। 



কর্কট রাশি

(March, 2023)

স্বাস্থ্য: এ মাসে হঠাৎই পরিবর্তন লক্ষ্য করা যাবে স্বাস্থ্যে, ওজন বাড়বে, চোখ ও পেটে সমস্যা, শিরদারায় ব্যথা অনুভূতি।


সম্পর্ক: পরিবারে সাথে সম্পর্কে ভাঙ্গন, পরিবারে কোনো কথা নিজের ওপর না মাখা, নিজের মতোই সব কাজ করে চলা। প্রেমিক-প্রেমিকার সাথে খুব ভালো সময়, সম্পর্কের মধ্যে একে অপরের প্রতি বিশ্বাস দৃঢ় হাওয়া।


কর্ম: কর্মক্ষেত্রে খুবই ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যাওয়া, কর্মে অতটা মনঃনিবেশ না থাকা, কর্ম নিয়ে মানসিক চাপ বাড়বে। ব্যবসায় সফলতা পাওয়া, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি মধ্যে উচ্চতর স্থান অর্জন, নাম, যশ, বৃদ্ধি পাওয়া।


অর্থ: এ মাসে আর্থিক দিক থেকে সমতা থাকবে, ব্যয় নিয়ন্ত্রণে থাকবে। এ মাসে পরিস্থিতির সাথে সংঘর্ষ অনেকটাই বাড়বে এবং নিজেকে এই পরিস্থিতিতে টিকিয়ে রাখা ও মানসিকভাবে দৃঢ় থাকা। 



সিংহ রাশি

(March, 2023)

স্বাস্থ্য: এই মাসে স্বাস্থ্য নিয়ে হঠাৎ ছোট ছোট সমস্যা, দুর্ঘটনা, কোষ্ঠকাঠিন্য, মলদ্বারে সমস্যা, বুকে ব্যথা (breast pain) হওয়ার সম্ভবনা। তবে পরিস্থিতিতে strength থাকা। 


সম্পর্ক: পরিবারে সাথে খুবই ভালো সম্পর্ক, মায়ের পরিবারে সাথে ঘুরতে যাওয়া, সেবামূলক কর্মে অংশগ্রহণ করা। প্রেমিক-প্রেমিকার সাথে কাটানো, পুরনো দিনের স্মৃতিগুলি মনে করা. একে অপরে ভালোলাগা এবং ভালো না লাগা বিষয়গুলোর উপর আরো বেশি নজর দেওয়া। নিজেদের মধ্যে পরিবর্তন আনা এবং সম্পর্ক ভালো দিকে এগিয়ে যাওয়া। 


কর্ম: কর্মস্থানে খুবই ভালো ফল পাওয়া, নিজের বানানো তথ্য গুলি সবার কাছে শেয়ার করা। study নতুনত্বের ভাবনা, পরিশ্রম অনুযায়ী আসা রূপ ফল পাওয়া। ব্যবসা বৃদ্ধির জন্য নতুন নতুন পরিকল্পনা করা, তাতে সফলতা পাওয়া। ব্যবসা ক্ষেত্রে নিজের বুদ্ধির অধিক প্রয়োগ করে বিষয়টিকে আরো প্রসিদ্ধ করা। 


অর্থ: এ মাসে আর্থিক পরিস্থিতি ভালোই থাকবে। তবে হঠাৎ অর্থের প্রাপ্তি হওয়ার সম্ভাবনা এবং ব্যয় সেই তুলনায় কম থাকবে।

এই মাসে কমবেশি সমস্যা সম্মুখীন হতে হবে এবং সেখান থেকে বেরিয়ে আসা. হঠাৎই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা.



কন্যা রাশি

(March, 2023)

স্বাস্থ্য: এ মাসে স্বাস্থ্য খারাপ থাকবে, পুড়ে যাওয়া বা দুর্ঘটনা ঘটা, ক্ষতস্থান ঠিক না হওয়া যথাযথ চিকিৎসায়, মানসিক চাপ বাড়বে, body pain, হাঁটুর সমস্যা একটু বাড়বে। 


সম্পর্ক: পরিবারের সাথে খুব খুব ভালো সময় কাটানো, ঘুরতে যাওয়া, আনন্দ করা, নৃত্য করা ,একসাথে সময় কাটানো, পরিবার নিয়ে বিভিন্ন রকম তীর্থ ক্ষেত্রে ভ্রমণ। প্রেমিক-প্রেমিকার সাথে ভালো সময় কাটানো, একসাথে ভ্রমণ করা, একে অপরের সাথে কথাবার্তা বলে আরও নিজেদেরকে ভালোভাবে জানা। সম্পর্কের বিষয়ে পরিবারের সহমত পাওয়া, তবে পিতার অনুমতি না পাওয়া।


কর্ম: কর্মস্থানে নতুন কর্মের সুযোগ পাওয়া, কর্ম নিয়ে নিজের চিন্তাধারা আরও বৃদ্ধি করা। কর্মক্ষেত্রে বিভিন্ন রকম যে ভুল ধারণা গুলি ছিল তা পুরোপুরি মিটে যাওয়া। ব্যবসা একটু ধীর গতিতে চলা, বিভিন্ন ক্ষেত্রগুলিতে ধীর গতিতে সফলতার দিকে এগিয়ে যাওয়া। 


অর্থ: এই মাসে আর্থিক পরিস্থিতি খুব ভালো থাকবে। হঠাৎ অর্থের প্রাপ্তি, পরিবার থেকে অর্থের প্রাপ্তি, ব্যয় নিয়ে চিন্তা একটু বাড়বে, একাই সব দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে হবে. সুখ ছন্দ উপভোগ করা। এ মাসে খুব ধীর গতিতে এগিয়ে যাওয়া। 



তুলা রাশি

(March, 2023)

স্বাস্থ্য: এ মাসে স্বাস্থ্য, বাহ্যিক লক্ষণ প্রকাশ না পেলেও অভ্যন্তরীণ অসুস্থ অনুভব। পেটে ও পা এর সমস্যা, রাগ, জেদ. Confuse থাকা, লাঠি দ্বারা আঘাত পাওয়া।


সম্পর্ক: পরিবারে সাথে সু-সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা আছে, প্রেমিক-প্রেমিকার সাথে সম্পর্কে মধ্যে নৈতিকতা ভাব অধিক প্রকাশ পেতে দেখা যাবে। এই মাসে জীবনে হঠাৎ পরিবর্তন লক্ষ্য করা যাবে, শুভ অশুভ উভয় ফল পাওয়া যাবে।


কর্ম: কর্ম নিয়ে চিন্তা বাড়বে, কর্মের নতুন সুযোগ পাওয়া, কর্ম বিস্তার পরিকল্পনা ভাবা। ব্যবসায় হঠাৎ অর্থের প্রাপ্তি, পূর্বে মূলধন থেকে লাভ হওয়া। ব্যবসায়িক সূত্রে ভ্রমণ, যাত্রাপথে সমস্যার সম্মুখীন হওয়া।


অর্থ: আর্থিক বিষয় নিয়ে মানসিক চাপ বাড়বে, অর্থ নিয়ে অধিক বেশি চিন্তা ভাবনা করা। আয় উৎস বৃদ্ধি দিকে আরও বেশি নজর রাখা, পূর্বে অর্থ খাতে অধিক ব্যয় এবং ভুল সিদ্ধান্ত গুলি নিয়ে অতিরিক্ত চাপের সম্মুখীন। ব্যয় বাড়বে পরিকল্পনা অনুযায়ী। 



বৃশ্চিক রাশি

(March, 2023)

স্বাস্থ্য: এ মাসে স্বাস্থ্য খুবই ভালো থাকবে, স্বাস্থ্য নিয়ে কোনরকম চিন্তা থাকবে না এবং জীবনটাকে ভালোভাবে উপভোগ করা, আনন্দ উৎসবে মধ্যে দিয়ে।


সম্পর্ক: পরিবারে সাথে সম্পর্ক খুব ভালো, সকলকে একসাথে মিলে চলা, তাদের সাথে সময় উপভোগ করা। পরিবার থেকে দূরে থাকলে এই সময় পরিবারে সাথে কথোপকথন অধিক বাড়বে।

প্রেমিক-প্রেমিকার সাথে সম্পর্কে মধ্যে বাঁধা অনুভব, সম্পর্কের মধ্যে মনোমালিন্যতা, একে অপরের প্রতি নিজেদের চিন্তা ভাবনা চাপিয়ে দেওয়া।


কর্ম: কর্মে আসা রূপ ফল না পাওয়া, কর্মক্ষেত্রে স্তব্ধ, কর্মক্ষেত্রে সহকর্মীদের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা, বর্তমান সময়ে কর্ম নিয়ে সব রকম পরিকল্পনায় ব্যর্থ হওয়া। ব্যবসায় শুভ পরিবর্তন, আর্থিক লাভ। ব্যবসায় একাধিক ক্ষেত্রগুলিতে নতুন নতুন পরিকল্পনা গ্রহণ ও দেখার দৃষ্টিভঙ্গের পরিবর্তন। 


অর্থ: আর্থিক ক্ষেত্রে পূর্ব ক্ষতি কিছু অংশ পূর্ণ হওয়া, আর্থিক বিষয় ক্রমশ ভালোর দিকে অগ্রসর। 

ব্যয় বৃদ্ধি ও তার সাথে এই বিষয়ে অতিরিক্ত না ভেবে, সবকিছু পরিস্থিতি হিসেবে মেনে নেওয়া। 

এ মাসে কর্ম, অর্থ, নিয়ে চিন্তা বৃদ্ধি। 



ধনু রাশি

(March, 2023)

স্বাস্থ্য: এ মাসের স্বাস্থ্য নিয়ে সঠিক গাইডেন্স পাওয়া এবং সেই মতো চলা। নিজের মনের কথা শুনে স্বাস্থ্যর দিকে খেয়াল রাখা, নিজে চেষ্টায় সুস্থ হয়ে ওঠা। 


সম্পর্ক: পরিবারের সঙ্গে সম্পর্ক গভীর হয়ে ওঠা, পরিবারে মহিলাদের সাথে কর্ম, career নিয়ে কথা বলা, কর্ম বিষয়ে দূরদর্শিতা ভাব প্রকাশ করা। প্রেমিক-প্রেমিকার সাথে কথোপকথন কিছুটা বন্ধ থাকা, এই পরিস্থিতি পুরনো কথা স্মরণ করা, এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ থেকে পিছে পা হাটা। 


কর্ম: কর্মক্ষেত্রে অনৈতিক কার্যকলাপ, ব্যবসায় ক্ষেত্রে আমদানি রপ্তানি উভয়ে সমান থাকা। এ মাসে পরিস্থিতির সাথে বোঝাপড়া করে এগিয়ে চলা। 


অর্থ: আর্থিক ক্ষেত্রে হঠাৎ প্রাপ্তি ও নতুন ক্ষেত্রে অর্থ বিনিয়োগের ভাবনা। পারিবারিক খ্যাতে ব্যয় বাড়বে, প্রেমিক-প্রেমিকার জন্য ব্যয় বাড়বে। 



তুলা রাশি

(March, 2023)

স্বাস্থ্য: এ মাসে স্বাস্থ্য, বাহ্যিক লক্ষণ প্রকাশ না পেলেও অভ্যন্তরীণ অসুস্থ অনুভব। পেটে ও পা এর সমস্যা। রাগ, জেদ, Confuse থাকা. লাঠি দ্বারা আঘাত পাওয়া। 


সম্পর্ক: পরিবারে সাথে সু-সম্পর্ক গড়ে ওঠা। 

প্রেমিক-প্রেমিকার সাথে সম্পর্কে মধ্যে নৈতিকতা ভাব অধিক প্রকাশ। এই মাসে জীবনে হঠাৎ পরিবর্তন লক্ষ্য করা যাবে, শুভ অশুভ উভয় ফল পাওয়া যাবে.


কর্ম: কর্ম নিয়ে চিন্তা বাড়বে, কর্মের নতুন সুযোগ পাওয়া, কর্ম বিস্তার পরিকল্পনা ভাবা। ব্যবসায় হঠাৎ অর্থের প্রাপ্তি, পূর্বে মূলধন থেকে লাভ হওয়া, ব্যবসায়িক সূত্রে ভ্রমণ, যাত্রাপথে সমস্যার সম্মুখীন হওয়া।


অর্থ: আর্থিক বিষয় নিয়ে মানসিক চাপ বাড়বে, অর্থ নিয়ে অধিক বেশি চিন্তা ভাবনা করা। আয় উৎস বৃদ্ধি দিকে আরও বেশি নজর রাখা, পূর্বে অর্থ খাতে অধিক ব্যয় এবং ভুল সিদ্ধান্ত গুলি নিয়ে অতিরিক্ত চাপের সম্মুখীন। ব্যয় বাড়বে পরিকল্পনা অনুযায়ী। 



মকর রাশি

(March, 2023)

স্বাস্থ্য: এ মাসে, হজমের সমস্যা, বুকে ব্যথা, ঠান্ডা লাগা, হঠাৎ সারা শরীরে ব্যথার অনুভূতি। মায়ে স্বাস্থ্য চিন্তা, energy balance রাখার চেষ্টা। 


সম্পর্ক: পরিবারে সাথে সম্পর্ক নিজের ভূমিকা আরও বাড়ানো, প্রতিটি বিষয় নিজের মতামত রাখা, পরিবারে সকলের সামনে নিজেকে ভালোভাবে তুলে ধরা। প্রেমিক-প্রেমিকার সাথে সময় কাটানো থেকে বিরত থাকা, কথোপকথন থেকে বিরত থাকা, অধিক সময় নিজের ওপর ফোকাস থাকায় সম্পর্কের মধ্যে মানসিক ভাবে অসুস্থ অনুভব।


কর্ম: কর্মক্ষেত্রে নিজেকে ব্যস্ত রাখা এবং সু-ফলাফল পাওয়া। কর্মজীবনে সফলতা পাওয়া, পড়াশোনাতে অধিক মনোযোগ, কর্মক্ষেত্রে সকলের কাছ থেকে প্রশংসা পাওয়া। ব্যবসায় পার্টনার এর কাছ থেকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হওয়া, পার্টনার এর বিভিন্ন রকম খারাপ মন্তব্যের সম্মুখে আশা। ব্যবসায় ক্রেতাদের সাথে ভুল বোঝাবুঝি, ব্যবসা নিয়ে মানসিক চাপ বাড়বে। 


অর্থ: এ মাসে আর্থিক দিকে সমতা রক্ষার চেষ্টা, শান্তিপূর্ণভাবে বিষয়গুলি  বুঝে ওঠা। আর্থিক বৃদ্ধির জন্য মনে নানা রকম পরিকল্পনা করা, ব্যয় নিয়ে পরিবারে পিতা সাথে পরিকল্পনা, পিতা মতামত অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রগুলিতে অর্থ ব্যয় করা। education খাতে ব্যয়ের সম্ভাবনা বেশি। 

এ মাসে হঠাৎ সব রকম কাজে, স্বাস্থ্যে ,শিক্ষায় পরিবর্তন, সব বিষয়ে স্বচ্ছ ধারণা পাওয়া। 



কুম্ভ রাশি

(March, 2023)

স্বাস্থ্য: এই মাসের স্বাস্থ্য পুরোপুরি বিশ্রাম মুডে থাকবে, চিকিৎসার সাথে স্বাস্থ্যে কোনরকম উন্নতি হবে না। স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে তবে পুরোটাই বিশ্রাম মুডে থাকতে হবে। 


সম্পর্ক: পরিবারে সাথে সম্পর্কে খারাপ হওয়া, কথা কাটাকাটি, ঝগড়া ঝামেলা গুলো পরিস্থিতি, শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক খারাপ হওয়া, তার সত্বেও চেষ্টা করা সম্পর্ক যতোটা ভালো থাকে। প্রেমিক-প্রেমিকার থেকে দূরে  থেকেও সম্পর্ক ভালো গড়ে ওঠা, প্রেমের প্রস্তাব পাওয়া, নতুন সম্পর্কের সূচনা। এ মাসে মানুষ চেনার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে। বিভিন্ন  ভালো মানুষের মুখোশগুলি পরিষ্কারভাবে সম্মুখে ফুটে উঠবে।


কর্ম: কর্ম ক্ষেত্র কাজের চাপ বাড়বে, কর্মে অধিক বেশি মনোযোগের কারণে পরিবারে যথাযথ সময় না দেওয়া। কর্মসূত্রে পাহাড়ি এলাকায় যাত্রা, পূর্বের কাজগুলি হয়ে যাওয়া সম্ভাবনা এ সময় প্রবল থাকবে। ব্যবসায় নতুনত্ব, সাবেকি ভাব আনার চিত্র ফুটে ওঠা। ব্যবসায় নিজের সুন্দর ভাবনাগুলি যুক্ত করা এবং ব্যবসায় লাভ হওয়া। ব্যবসা পরিকল্পনার বিষয়ে অন্যদের তুলনায় একটু অন্যভাবে ভাবা, ব্যবসায় ক্ষেত্রে ভালো ফল দেবে। 


অর্থ: এই মাসে পরিবারে মাতার কাছ থেকে অর্থ পাওয়া, ভ্রমণ কালে অর্থের প্রাপ্তি। আর্থিক দিকে সচ্ছলতা বৃদ্ধি পাওয়া, অর্থ নিয়ে কোনরকম চিন্তা নাই থাকা। কর্মসূত্রে হঠাৎ ব্যয় বাড়বে, শারীরিক খাতে ব্যয়। পরিবার আত্মীয়-স্বজন সকলের দায়িত্ব নেওয়া। 



মীন রাশি

(March, 2023)

স্বাস্থ্য: এ মাসে স্বাস্থ্য ভালো থাকবে, চিকিৎসকের  পরামর্শ মেনে চলা, নিজে সুস্থ হয়ে ওঠা চেষ্টা, ভাই বোনদের স্বাস্থ্য ভালো থাকবে, কোমরে থেকে হাঁটু পর্যন্ত সমস্যা। 


সম্পর্ক: খুব খুব ভালো সময় কাটানো পরিবারের সাথে, সমাজের বিভিন্ন রকম অনুষ্ঠান উৎসবে পরিবারে সাথে যোগদান। ছোট ভাই বোনদের সাথে ভালো সম্পর্ক, Traditional dance performance, প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলাফল। প্রেমিক-প্রেমিকার সাথে সম্পর্কে মানসিক চাপ বাড়বে, সম্পর্কে মধ্যে বিভিন্ন রকম trick ব্যবহার, অপরপক্ষে জন্য সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি।


কর্ম: কর্ম ক্ষেত্রে হঠাৎই সমস্যা ও বাধার সম্মুখীন হওয়া, কর্মে পরিবর্তন, কর্মস্থানে ক্ষতি হওয়া, কর্মস্থানে মানহানির। শত চেষ্টার পরও কর্ম পরিবর্তন না হওয়া, ব্যবসায় নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করা, প্রথম দিয়ে কিছু সমস্যা হলেও পরবর্তীকালে ভালো ফল। বাড়ি সংক্রান্ত, বাচ্চা খেলনা সংক্রান্ত, জল সংক্রান্ত  ব্যবসায় ভালো লাভ। এই বিষয়গুলিতে নতুন ব্যবসা শুরু করা।


অর্থ: আর্থিক ক্ষেত্রে স্বচ্ছলতা, মা ও স্ত্রী উভয়ে থেকে আর্থিক লাভ, এ মাসে আর্থিক দিকে খুবই ভালো যাওয়া। বিভিন্ন রকম ভৌতিক সুখে অধিক ব্যয়, এ মাসে আর্থিক ও ভৌতিক সুখে দিকে খুব ভালো।




🌻✍️©শুভলক্ষ্মী (Tarot Reader) Principle of Mritunjay Institute of Vedic Astrology (MIVA)🌻

🌻Contact : 8345986619 / 7679938363 🌻

☘️ সৎ পথে চলার চেষ্টা করবেন, সৎ হয়ে থাকবেন এবং সদা সৎকে গ্রহণ করবেন ☘️


Chat Now