আমাদের কাছে কোন জাতক বা জাতিকা তাদের জন্মছক বিচার করাতে নিয়ে এলে তাদের সমস্যার সমাধান স্বরূপ আমরা অনেকে পাথর নির্বাচন করে দি। কিন্তু প্রতিকার করার সময় খেয়াল রাখতে হবে যে প্রয়োজন এর প্রতিকার অন্য কোনো ব্যক্তির সমস্যার কারণ না হয়। অর্থাৎ নিজের লাভের জন্য বা উন্নতির জন্যে এমন কিছু দেবেন না যা অপরের ক্ষতি হতে পারে। আমার জানা অনেক ব্যক্তি আছে তাদের ভুল প্রতিকারে তাদের জীবনে অনেক কিছুই হারাতে হয়েছে বা খারাপ ফল পেতে হয়েছে। তাই প্রতিকার ব্যাপারটি ফলাদেশ এর মত সহজ না। এটি সম্পূর্ণ আলাদা ধারণা। আবার প্রতিকারে ওজনের ক্ষেত্রে যে এক বিরাট ভূমিকা আছে তা নিয়ে আমি একটি ভিডিও দিয়েছি।
সেই রকমই এক ভুল প্রতিকারের দৃষ্টান্তস্বরূপ একটি চার্ট তুলে ধরছি। (নিম্নে চিত্রে খেয়াল করুন) জাতকের জন্ম বৃত্তান্ত হল DOB- 20/04/1985, TOB- 11:00 AM, POB- BOLPUR। জাতকের কর্কট লগ্ন এবং মেষ রাশি। জাতক সম্ভবত কোন এক জ্যোতিষ বন্ধুর কাছে গিয়েছিলেন 2008 সালে। যখন তার রবির মহা দশায় রবির অন্তদশা শুরু হয়েছিল। তাকে প্রতিকার হিসেবে রবির জন্য একটি চুন্নি দিয়েছিল। তাই সে মাত্র 23+ বয়সের মধ্যে ভালোমতো কর্ম লাভ করে এবং অর্থনৈতিক উন্নতি ঘটতে শুরু করে। কারণ জন্মছক খেয়াল করলে দেখতে পাবেন। জাতকের দ্বিতীয় পতি রবি (দ্বিতীয় হচ্ছে অর্থ, মাসিক মাহিনা, নির্দিষ্ট নিয়মে আয়) দশম স্থানে (দশম হচ্ছে কর্ম) তুঙ্গী হয়ে অবস্থান করছে অর্থাৎ খুব বলবান। তাই তার প্রতিকার দেওয়াতে জাতকের কর্ম লাভ হয় এবং অর্থনৈতিক উন্নতি ঘটতে থাকে।
তাহলে ভুলটি কথাই করলেন- আসলে রবি এখানে বলবান তাই এর প্রতিকার দিয়ে আরো অধিক বলবান করার প্রয়োজন ছিল না। রবি হলো পিতৃকারক গ্রহ, যা দশমে ( অর্থাৎ নবমের দ্বিতীয় যা পিতার পক্ষে মারক/ আবার দ্বিতীয় পতি যা নবমের ষষ্ঠ স্থান) স্থানে অবস্থান ও বলবান। যা এটা পিতার শারীরিক ব্যাপারে খারাপ ফল নির্দেশ করছে। আবার নবম পতি( পিতা) বৃহস্পতি এক্ষেত্রে নিচস্থ তবে বৃহস্পতি D9 উচ্চস্থ হয়ে শনি যুক্ত অবস্থান করছে। জাতককে এই চুন্নি ধারণ করার কিছু মাস পরে, পিতা স্বাস্থ্যহানি ঘটে এবং মারা যান। এছাড়াও ভুল 6 রতি চুন্নি ধারণ করায় এর ফল কে আরো বাড়িয়ে তুলেছিল।
আজ আমি অতি সংক্ষেপে একটি প্রতিকার সম্পর্কে আলোচনা করলাম আশা করি আপনারা বুঝবেন এবং এর ব্যবহার সঠিক করবেন। তাই আপনাদের কাছে অনুরোধ কোনরকম প্রতিকার না বুঝে অযথা ভুল প্রতিকার দেবেন না। এর ফলস্বরূপ জীবনে মানুষকে অনেক কিছুই হারাতে হয়।🙏🏻🙏🏻
যদি এই বিষয়ে আরো জানতে চান অথবা যদি ঘরে বসে আর নিজের জন্মছক নিজে বিচার করতে চান, তাহলে আমার লেখা "ফলিত জ্যোতিষ" বইটির মাধ্যমে তা সম্ভব। বইটি ক্রয় করার জন্য Click Here
©️ Sri Divyasundar (Shambhu Hazra)
Whats app : 7811 058 057
☘️ সৎ পথে চলার চেষ্টা করবেন, সৎ হয়ে থাকবেন এবং সদা সৎকে গ্রহণ করবেন ☘️
পরমপিতার কাছে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি । জয়গুরু🙏🏻🙏🏻