🍀উপপদ লগ্ন/ বিবাহ বিচার 🍀

🍀উপপদ লগ্ন/ বিবাহ বিচার 🍀

           সাধারণত আমরা মানুষ সবাই আমাদের বিবাহ সম্বন্ধে জ্যোতিষ বন্ধুদের কাছে প্রশ্ন করেই থাকি। আজ তাই আমি মূলত বিবাহ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করব যা আপনারা পড়ে খুব সহজেই আপনাদের বিবাহ জীবন এবং নিজের পার্টনার সম্পর্কে এবং তার পরিবার সম্পর্কে খুব সহজেই বুঝতে পারবেন। 

                   বিবাহ বিচার আমাদের সপ্তম স্থান থেকে করা হয়, সেখানে যদি কোনরকম ভাবে শুভ শুক্র অবস্থান করে এবং সপ্তম পতি যদি নৈসর্গিক শুভ গ্রহ দারা  অঙ্গীকার হয় সে ক্ষেত্রে তার বিবাহিত জীবন ভালো বোঝা যায়। আবার কে.পি পদ্ধতি অনুযায়ী সপ্তম ভাবের সাবলর্ড  যদি 2,7,11 নির্দেশক হয় এবং শুক্র যদি যুক্ত হয় তাহলে তার বিবাহিত জীবন সুখময় হবে নির্দেশ করে। বিবাহ বিচার সম্পর্কে  ঋষি জৈমিনি কিছু সূত্র বলেছেন যার সাহায্য নিয়ে আমরা খুব সহজেই বিবাহ সম্পর্কে ফলাদেশ করতে পারব।জৈমিনি জ্যোতিষ পদ্ধতিতে সেই রকমই একটি বিবাহ বিচারের পদ্ধতি হলো উপপদ লগ্ন।

এই উপপদ লগ্ন সাহায্যে আমরা খুব সহজেই একজন জাতক-জাতিকার তার বিবাহিত জীবন এবং তার পার্টনার কেমন দেখতে হবে, তার স্বভাব,চরিত্র এবং সে কি রকম পরিবার থেকে আসবে তার সম্পর্ক একটা সুনির্দিষ্ট ধারণা পাওয়া যায়।                                                                  

                         এবার আমরা জানবো জন্ম ছকে উপপদ লগ্ন নির্ণয় করব কিভাবে। জন্ম কুষ্ঠি(D1)তে 12th house অধিপতি কোন স্থানে বসে আছে তা আমাদের দেখতে হবে, 12th house lord দ্বাদশ ভাব থেকে কতদূরে অবস্থান করছে তা দেখতে হবে এবং ঠিক 12th house lord যেখানে বসে থাকবে ঠিক ততদূর এগিয়ে গেলে আমরা পাব উপপদ লগ্ন।

                         নিম্নে চিত্রটি(Horscope) খেয়াল করলে দেখতে পাবেন জাতকের বৃষ লগ্ন অর্থাৎ দ্বাদশ  স্থান হচ্ছে মেষ রাশি এবং তার অধিপতি দেব হচ্ছে মঙ্গল গ্রহ। সেই মঙ্গল বসে আছে জন্ম ছকের মকর রাশিতে অর্থাৎ দ্বাদশ ভাব থেকে দশম ভাবে। সূত্র অনুযায়ী আমরা জানি দ্বাদশ প্রতি দ্বাদশ ভাব থেকে যত দূরে অবস্থান করবে সেই অবস্থান সাপেক্ষে ঠিক তত দূরে তার উপপদ লগ্ন হবে, অর্থাৎ এখানে দ্বাদশ থান থেকে মঙ্গল গ্রহ 10 ঘর দূরে মকর রাশিতে অবস্থান অর্থাৎ সেখান থেকে আরো দশ ঘরে গেলে আমরা পাব উপপদ লগ্ন অর্থাৎ তুলা রাশি হবে জাতকের উপপদ লগ্ন। এবার জন্ম কুষ্ঠিটিকে একই রেখে D1 কোন অবস্থার পরিবর্তন না করে শুধুমাত্র লগ্নের পরিবর্তন করে উপপদ লগ্ন কে প্রথম ভাব ধরে বিচার করতে হবে।

                         

এই উপপদ লগ্ন বিচার করার জন্য মূলত চারটি সুত্র আছে যার ওপর নির্ভর করে সমস্ত ফলাদেশ করা যাবে।

প্রথম সূত্র :- জন্ম ছকে উপপদ লগ্ন অধিপতি কোন ভাবে বসে আছে তা সর্বপ্রথম দেখতে হবে। উপপদ লগ্নে অধিপতি ত্রিকোণ(1,5 9) ভাবে বসলে সবথেকে শুভ। কেন্দ্রস্থানে(1,4,7,10)বসা কিছুটা শুভ।  দুঃস্থানগত (6,8,12) হলে তা সর্বদাই অশুভ। দুঃস্থানগত যে ভাব কে নির্দেশ করবে সেই ভাব সর্ম্পকিত তাদের জীবনের সমস্যা আসবে।

যেমন :- 6th house পড়লে ঝগড়া-ঝামেলা প্রায় লেগে থাকবে এবং তা মামলা-মোকদ্দমা পর্যন্ত যাবে।  8th house পড়লে তাদের মধ্যে হঠাৎ হঠাৎ অর্থাৎ আকস্মিকভাবে নানা রকম ভাবে সমস্যা দেখা যাবে যার কোন নির্দিষ্ট কারণ থাকবে না। 12th house শারীরিক সমস্যার দিক এবং গোপনীয়তার বিষয় দুইজনের মধ্যে দেখা যাবে।

                     উপপদলগ্নের উপর কোন গ্রহের দৃষ্টি এবং ও উপপদ লগ্ন অধিপতি যে সমস্ত গ্রহদের সাথে যুক্ত হবে বা কনজাকশন করবে সেই রকম তার পার্টনারের স্বভাব বা চরিত্র হবে অর্থাৎ এক কথায় গ্রহদের যেমন ক্যারেক্টার আলাদা আলাদা ভাগ আছে ঠিক সেভাবে উপপদ লগ্নের অধিপতি যে সমস্ত গ্রহের সাথে যুক্ত হবে কিংবা  কনজাকশন করবে ঠিক সেইরকম তার স্বভাব  চরিত্র হবে।

যেমন:- 1. Sun :- Royal ,Government,Expert 

                2. Moon :- Polite, Innocent 

                3. Mars :- Dynamic Person 

                4. Jupiter :- Religious, Spiritual, Consultancy 

                5. Mercury :- Financial expert, Communicative 

               6. Satrun:- Simple, Carrier Oriented 

               7. Venus :- Luxury lifestyle 

               8. Rahu :- Mysteriously 

               9. Ketu :- Detach, separated 

দ্বিতীয় সূত্র:- উপপদ লগ্নের দ্বিতীয় ভাব সর্বাধিক গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ভাবে কোন রকম ভাবে শুভ গ্রহ বসে থাকলে তা তাদের বিবাহিত জীবনের শুভত্বকে নির্দেশ করে আর যদি কোন গ্রহ বসে না থাকে তার অধিপতি কোন গ্রহের সাথে সংযুক্ত হচ্ছে সে গ্রহটি শুভ কি না অশুভ তা বিচার করলে বোঝা যাবে তাদের মধ্যে কেমন সম্পর্ক থাকবে। 2nd house থেকে তার পার্টনার কেমন দেখতে হবে তার সম্পর্কেও ধারণা পাওয়া যায়।

যেমন :-  1. Sun :- গোলাকার মুখ এবং চুলগুলি ঘন কালো।

                   2. Moon :- কপালটা একটু চ্যাপ্টা এবং হাসলে একটা গালে টোল পড়া।

                   3. Mars :- ঠোঁট গুলি একটু বেশি মোটা এবং মুখটাও বেশ বড়। কপালে দাগ থাকতেও পারে।

                   4. Mercury :- মুখটা বেশ ছোট এবং বালক বা বাচ্চা বাচ্চা দেখতে, চুল অধিকতম ক্ষেত্রে দেখা যায় অধিক লম্বা।

                   5. Jupiter  :- গাল দুটি ফোলাফোলা এবং দাঁতের উপর দাঁত লক্ষণীয় বিষয়।

                  6. Venus :- মুখের আকৃতি বেশ সুন্দর এবং চুল সাধারণত খুব বেশী লম্বা হবে না।

                  7. Satrun :- নাক টি বেশ সুন্দর তবে চোখের নিচে দাগ দেখা যায়।

                  8. Rahu :- কিরকম হবে সেটা ঠিক বোঝা যায় না এক কথায় সব রকম মিলেমিশে বোঝায়। ভালো খারাপ উভয়ই।

                  9. Ketu :- এক্ষেত্রেও ঠিক বোঝা হয় না তবে অধিকাংশ ক্ষেত্রে দাঁতের গঠন ভালো হয় না।

তৃতীয় সূত্র :- উপপদ লগ্নে সপ্তম ভাব থেকে আমরা তার পার্টনারের সাথে তার মানসিক সম্পর্ক কেমন হবে তা খুব সহজেই বুঝতে পারব গ্রহদের কারকতা অনুযায়ী। উপপদ লগ্ন সপ্তম ভাবে যদি অশুভ গ্রহের অবস্থান হয় তাহলে তা বিবাহিত জীবনে সমস্যা এবং দ্বিতীয় বিবাহ কে নির্দেশ করে।

চতুর্থ সূত্র :- উপপদ লগ্নের পঞ্চমে ভাব থেকে আমরা তার পার্টনারের সন্তান সম্পর্কিত বিষয়গুলো বিচার করতে পারব। সেখানে কোন রকম ভাবে অশুভ গ্রহের অবস্থান কিংবা দৃষ্টি বা পঞ্চম ভাব এর অধিপতি সাথে কনজংশন করলে সন্তান সম্পর্কিত বিষয়ে সমস্যা দেখা যাবে।

                            আজ আমি মূলত উপপদ লগ্ন থেকে কিভাবে বিবাহ বিচার করা যায় তা উল্লেখ করলাম খুবই সংক্ষেপে। আপনাদের বৈবাহিক জীবনে কোন রকম সমস্যা থাকলে আপনার নিকটবর্তী কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষ বন্ধুর কাছে পরামর্শ নিন দেখবেন  ভালো থাকবেন।

                     যদি এই বিষয়ে আরো জানতে চান অথবা যদি ঘরে বসে আর নিজের জন্মছক নিজে বিচার করতে চান, তাহলে আমার লেখা "ফলিত জ্যোতিষ" বইটির মাধ্যমে তা সম্ভব। বইটি ক্রয় করার জন্য Click Here

©️ Sri Divyasundar (Shambhu Hazra)

Whats app : 7811 058 057 

☘️ সৎ পথে চলার চেষ্টা করবেন, সৎ হয়ে থাকবেন এবং সদা সৎকে গ্রহণ করবেন ☘️

পরমপিতার কাছে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি । জয়গুরু🙏🏻🙏🏻

Chat Now